হুগলি: ঘরে স্ত্রী রয়েছেন। রয়েছেন সন্তানও। তারপরও নার্সিংহোমে চিকিৎসা করাতে আসে এক তরুণীর প্রেমে পড়ে যান চিকিৎসক। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। নিত্য তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন চিকিৎসক। অন্তত তেমনটাই দাবি করছেন তরুণী। কিন্তু সময় আসতেই বিয়ে করতে অস্বীকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচপড়ায়। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুন চুঁচুড়া মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন এক তরুণী। আকাশ ঘোষ নামে এক চিকিৎসকের বিরুদ্ধে তাঁর অভিযোগ। তিনি চুঁচুড়াতেই একটি নার্সিংহোমে প্র্যাকটিস করেন। অভিযোগ সেই সূত্রেই ওই চিকিৎসকের সঙ্গে তাঁর পরিচয়। দীর্ঘদিনের সম্পর্কে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাঁরা। তরুণীর দাবি, চিকিৎসক তাঁকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেন।
অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্ক হওয়ার পর যখনই বিয়ের কথা বলতেন তরুণী, তখনই চিকিৎসক এড়িয়ে যেতেন। তারপর সন্দেহ হওয়ায় খোঁজ খবর করা শুরু করেন তরুণী। তিনি জানতে পারেন, ওই চিকিৎসক বিবাহিত। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি এখনও। এর মধ্যেই ওই যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া মহিলা থানা। বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে আইপিসি ৪১৭/৩৭৬ ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে।