Hooghly: বাড়ির সামনে খেলতে হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম মহিলার, চরম সিদ্ধান্ত নিলেন স্বামী
Hooghly: চণ্ডীতলা নৈটি গ্রাম পঞ্চায়েতের নৈটি পঞ্চানন তলায় খেলার মাঠের পাশে বাড়ি তপন ঘোষের। তপন বেঙ্গালুরুতে গয়না তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। বাড়িতে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ দুই ছেলে, এক মেয়েকে নিয়ে থাকতেন।

হুগলি: বাড়ির সামনে খেলার মাঠ। মাঠে খেলতে আসা এলাকারই এক যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। মাস খানেক আগে পালিয়ে যাওয়া আবার ফিরে আসা, আর তা নিয়েই সংসারে অশান্তি। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য চণ্ডীতলার নৈটি পঞ্চাননতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন ঘোষ (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলা নৈটি গ্রাম পঞ্চায়েতের নৈটি পঞ্চানন তলায় খেলার মাঠের পাশে বাড়ি তপন ঘোষের। তপন বেঙ্গালুরুতে গয়না তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। বাড়িতে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ দুই ছেলে, এক মেয়েকে নিয়ে থাকতেন।
বাড়ির সামনে খেলার মাঠে বিকেলে খেলতে আসতে অনেকেই। তাঁদের মধ্যেই একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তপনের স্ত্রী। তপনের বাবা গোপীনাথ ঘোষ বলেন, “ছেলেকে আলাদা জায়গায় বাড়ি করে দিয়েছিলাম। বিয়ে করার পর সেখানেই থাকতো। ছেলে বাইরে কাজ করত। সেই সুযোগে বৌমা মাঠে খেলতে আসা ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। অনেকেই বলতো বৌমার বাড়িতে নাকি খেলতে এসে অনেকে যেত। একদিন এসে দেখি বাড়িতে তালা মেরে বৌমা চলে গিয়েছে। বৌমার স্বভাব ভাল ছিল না।”
মাসখানেক আগে রাহুল বাগ নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েও যান তপনের স্ত্রী। কয়েকদিন আগে আবার ফিরে আসেন। বেঙ্গালুরু থেকে দিন কয়েক আগেই বাড়ি ফেরেন তপন। এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।এলাকার বাসিন্দা প্রতিবেশীরাও এই ঘটনা জানতেন।
ভোর বেলায় বাড়ি থেকে কিছুটা দূরে দানপতিপুর ১৪ নম্বর রেলগেটের কাছে হাওড়া বর্ধমান কড শাখায় রেললাইনে আত্মঘাতী হন তপন ঘোষ। তাঁর পকেটে আধার কার্ড ছিল। যা দেখে শনাক্ত করে জিআরপি। তাঁর আত্মঘাতী হওয়ার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্ত্রীর আচরণের জন্যই স্বামী এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ প্রতিবেশীদের।





