Hooghly: চালকের এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে চায়ের ভাঁড়! উড়ে গেল যাত্রীর মাথা

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 04, 2024 | 6:21 PM

Chinsurah Accident: চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়া ফিরছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে।

Hooghly: চালকের এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে চায়ের ভাঁড়! উড়ে গেল যাত্রীর মাথা
হুগলিতে বাস দুর্ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে চায়ের ভাঁড় বাস চালকের! নিয়ন্ত্রণ হারাল বাস। প্রাণ গেল এক যাত্রীর। আহত আরও ছয়।  মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আলিনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিলুফা বেগম ইয়াসমিন (৩৫)। তিনি চুঁচুড়ার মনসাতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে। তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়া ফিরছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। ডানদিকে কাটিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়।

গাছে ধাক্কা এবং নিয়ন্ত্রণ হারানোয় বাসের যাত্রীরা অনেকেই আসন ছেড়ে পড়ে যান।এক যাত্রী বাসের ঝাঁকুনিতে মাথা বেরিয়ে যায়। ডাম্পারের পিছনে লেগে মাথা থেঁতলে যায়। পোলবা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। বাসের এক যাত্রী বলেন, “বাসটির চালক আলিনগর থেকে চা কিনে চা খেতে খেতে বাস চালাচ্ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”

Next Article