চুঁচুড়া: বালি খাদে এক শিশুকে ডুবে যেতে ডেকেছিল। শিশুটিকে প্রাণে বাঁচালেও জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ওই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানার পুইনানে। মৃত যুবকের নাম আরবাজ খান (২৫)। বাড়ি হুগলির চুঁচুড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ড হোসেনগলিতে।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে,আরবাজ চুঁচুড়া আখনবাজারে একটি পাঞ্জাবীর দোকানে কাজ করতেন। পুজোর পর দোকান বন্ধ থাকায় পরিবার নিয়ে শ্বশুর বাড়ি পুইনান গ্রামে বেড়াতে যান। আরবাজের নিজের সাত মাসের সন্তান আছে। পুইনানে একটি বালি খাদে মাছ ধরতে যান যুবক। সেখানে গিয়েই তিনি দেখেন একটি শিশু তলিয়ে যাচ্ছে জলে। তা দেখে ঝাঁপ দেন তিনি। শিশুটিকে বাঁচাতে পারলেও নিজে ডুবে যান গভীর খাদে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চক্রান্ত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া হোসেন গলিতে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায়। তিনি বলেন,”শিশুকে ডুবে যেতে দেখে তাঁকে উদ্ধারে নেমে নিজেই ডুবে যায় আরবাজ। সাঁতার জানলেও তাঁকে বাঁচানো যায়নি। ঘটনা খুবই মর্মান্তিক।”