হুগলি: কালীপুজোর (Kali puja) আগে জায়গায় জায়গায় চলছে অভিযান। একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি। এবার হুগলি গ্রামীণ পুলিশ ও চন্দননগর সিটি পুলিশের জোড়া অভিযানে উদ্ধার ৪০০ কেজিও বেশি বেআইনি বাজি। চন্দননগর পুলিশের জলে ৮ অভিযুক্ত এবং হুগলি গ্রামীণ পুলিশের জালে ধরা পড়ে মোট পাঁচজন।
গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চণ্ডীতলা বেগমপুর এলাকায় বিশেষ অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশের একটি বিশেষ দল। সেখান থেকে প্রায় ২২০ কেজি বেআইনি বাজি উদ্ধার করে তারা। গ্রেফতার করা হয় সঞ্জয় গায়েন ও বিশ্বনাথ মাল নামে দু’জনকে। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় অভিযান চলছে।
এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার লাল্টু হালদার জানান, ‘চণ্ডীতলা, সিঙ্গুর এবং আরামবাগ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনে সবমিলিয়ে ৪৪৯ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আমরা মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’
এ দিকে, বেআইনি বাজির বিরুদ্ধে সক্রিয় চন্দননগর পুলিশ কমিশনারেটও। একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারাও। ডানকুনি থানা এলাকা থেকে কমপক্ষে ২০০ কেজি শব্দবাজি আটক করে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। সব মিলিয়ে চন্দননগর পুলিশ এলাকা থেকে এখনো পর্যন্ত ২৭০ কেজি বাজি আটক করা হয়েছে। এছাড়াও বেআইনি বাজিয়ে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট আটজনকে।