হুগলি: জিটি রোডের উপর মোনোপোল হোর্ডিং গেট (ঝোলানো হোর্ডিং স্ট্রাকচার) তৈরির সয়ম দুর্ঘটনা। ভেঙে পড়ে এক চলন্ত গাড়ির ওপর। অল্পের জন্য রক্ষা পান গাড়ি চালক ও আরোহী। তবে ঠিকাদার সংস্থার দুই কর্মী আহত হয়েছেন। হুগলির চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোডিং গেট তৈরির কাজ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের কপিকল দিয়ে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে পড়ে। তখন জিটি রোড ব্যস্ত। সামনেই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম ও একটি সরকারি স্কুল রয়েছে। সেখানে স্কুলের বাচ্চাদের নিয়ে পুলকারদেরও ভিড় ছিল। আচমকাই ছিঁড়ে পড়ে।
অভিযোগ, কোনও নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। ব্যান্ডেল থেকে একটি ছোট চার চাকা গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল। সেই গাড়ির ওপর ভেঙে পড়ে লোহার খাঁচা।সংস্থার দুই কর্মী উপর থেকে নীচে পড়ে আহত হন। গাড়ি চালক ও আরোহী অল্পের জন্য রক্ষা পান। গাড়ির আরোহী অনুরাতি সিং গেহলত বলেন, “গাড়ি চলছিল। হঠাৎ উপর থেকে ভেঙে পড়ে লোহার খাঁচা। কপাল ভাল বেঁচে গেলাম। কোনও সেফটি সিকিউরিটি ছিল না।”
ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। আহত দু’জনকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচলে সমস্যা হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ গিয়ে রাস্তায় যান চলাচল শুরু করান।
শিয়ালদহের একটি ঠিকাদারি সংস্থা এই হোডিং গেট তৈরি করছিল বলে জানা গিয়েছে।রাস্তা চালু থাকা অবস্থায় কাজ হবে তা ট্রাফিককে জানানো হয়নি বলে দাবি পুলিশের।কেন সকালের ব্যস্ত সময়ে কাজ চলছিল, কেন কোনওরকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কেনই বা ট্রাফিক পুলিশকে জানানো হয়নি, তার তদন্ত শুরু হয়েছে।