Hooghly: ১৫ দিন বাদে বিয়ে, চুরি করতে এসে হবু বরকে দেখে ‘ইম্পপ্রেসড’ হয়ে চোরই দিয়ে গেল দামী উপহার! জানেন কী করেছিলেন সৈয়দ?

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2025 | 3:24 PM

Hooghly: সৈয়দ মহম্মদ ওয়াসিমের বাড়ি হুগলি ইমামবাড়ায়। ২ ফেব্রুয়ারি তাঁর বিয়ে। ওয়াসিম  জানান, বুধবার রাত পৌনে দশটা নাগাদ ইমামবাজারে আমার বড়দা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে আই বুড়ো ভাত খেতে গিয়েছিলেন। বাইকটি বাড়ির বাইরে গলিতে রাখা ছিল।

Hooghly: ১৫ দিন বাদে বিয়ে, চুরি করতে এসে হবু বরকে দেখে ইম্পপ্রেসড হয়ে চোরই দিয়ে গেল দামী উপহার! জানেন কী করেছিলেন সৈয়দ?
হবু বরের সঙ্গে যা ঘটল...
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: সামনেই বিয়ে। আত্মীয়রা ডেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। আর তা করতে গিয়েই বিপত্তি। বাইকে দাদার বাড়িতে গিয়েছিলেন হবু বর। কিছুক্ষণের ব্যাপার। তাই আর বাইক গ্যারেজে ঢোকাননি। বাড়ির সামনেই দাঁড় করিয়ে রাখেন। রাতে খাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে বাড়ি ফিরবেন! কিন্তু ঘর থেকে বেরোতেই চক্ষু চড়কগাছ। বাইক কোত্থাও নেই তাঁর। বরং যে জায়গায় বাইক স্ট্যান্ড করিয়েছিলেন, সেখানে একটি ‘লেডি বার্ড’ সাইকেল রেখে গিয়েছে চোর! আর সেই সাইকেলে চেপেই বাড়ি ফিরলেন হবু বর। ঘটনার শোরগোল চুঁচুড়া ইমামবাজার এলাকায়। পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈয়দ মহম্মদ ওয়াসিমের বাড়ি হুগলি ইমামবাড়ায়। ২ ফেব্রুয়ারি তাঁর বিয়ে। ওয়াসিম  জানান, বুধবার রাত পৌনে দশটা নাগাদ ইমামবাজারে আমার বড়দা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে আই বুড়ো ভাত খেতে গিয়েছিলেন। বাইকটি বাড়ির বাইরে গলিতে রাখা ছিল। সেখানে তাঁর দুই দাদার বাইকও ছিল। খাওয়া দাওয়া করে রাত পৌনে এগারোটা নাগাদ বাইরে বেরিয়ে দেখেন  বাইক নেই। পাশে একটা লেডিবার্ড সাইকেল রয়েছে।

এলাকার লোকজনকে জিজ্ঞাসা করেন সৈয়দ  ।কেউ কিছু বলতে পারেন না। বাইক হ্যান্ডেল লক করা ছিল। লক ভেঙে নিয়ে গিয়েছে বলে দাবি সৈয়দের। হুগলি চুঁচুড়া ব্যান্ডেল বিভিন্ন জায়গায় বিস্তর খোঁজাখুঁজি করা হয়। কিন্তু বাইকের সন্ধান মেলেনি।অগত্যা চোরের ফেলে যাওয়া সাইকেল নিয়ে বাড়ি ফেরেন সৈয়দ। পুলিশকে জানানো হয়। চুঁচুড়া থানার পুলিশও খোঁজ করে। কিন্তু চোর বা বাইকের সন্ধান পাওয়া যায়নি। জানা গিয়েছে, একই সময়ে আরও একটি বাইক চুরির ঘটনা ঘটে ওই এলাকায়।

Next Article