Hooghly: রোলের দোকানে আসতেই কান থেকে বেরোতে লাগল রক্ত! শিউরে উঠলেন সকলে

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 27, 2023 | 3:39 PM

Hooghly: চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে নেমে সোজা অটো স্ট্যান্ডে যান। অভিযোগ, সেখানে একটি খাবারের দোকানে বাড়ি ফেরার সময় হঠাৎই এক যুবক বাইকে করে তাঁর পিছু নেয়

Hooghly: রোলের দোকানে আসতেই কান থেকে বেরোতে লাগল রক্ত! শিউরে উঠলেন সকলে
চুঁচুড়ায় আক্রান্ত মহিলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: প্ল্যাটফর্মের পাশেই দোকান। এগরোল কিনছিলেন। আচমকাই পিছন থেকে কানে টান। কিছু বুঝে ওঠার আগেই কান থেকে গল গল করে বের হতে শুরু করে রক্ত। প্রকাশ্যে কান ছিঁড়ে মহিলার সোনার দুল ছিনতায়ের অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শ্রীরামপুর থেকে কাজ সেরে চুঁচুড়া সিংহি বাগানে বাড়ি ফিরছিলেন রুপা ঘোষ।

চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে নেমে সোজা অটো স্ট্যান্ডে যান। অভিযোগ, সেখানে একটি খাবারের দোকানে বাড়ি ফেরার সময় হঠাৎই এক যুবক বাইকে করে তাঁর পিছু নেয়। বিদ্যাভবন স্কুলের কাছে পৌঁছতেই পিছন থেকে মহিলার দুই কানের দুটি দুল ছিঁড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। মহিলার চিৎকার চেঁচামেচিতে ছুটে যান স্কুলের পাশে থাকা বেশ কয়েকজন অভিভাবক। রক্তাক্ত অবস্থায় রূপাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।

মহিলার অভিযোগ, “শ্রীরামপুর থেকে বাড়ি ফিরছিলাম। ছেলেটা বাইক নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে থাকি। তখনই পিছন দিক থেকে আমার দু’কানের দুটি দুল ছিঁড়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতী।”

একটি জনবহুল এলাকায় সকাল আটটায় এরকম ঘটনা ঘটায় নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকাবাসীরা। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Next Article