হুগলি: সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। একাদশীর সকালে এলাকারই ঝোপ থেকে উদ্ধার হয় দেহ। এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের কৃত্তিবাসপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় সাঁতরা (৩০) । সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় গত দু’দিন ধরে পচা গন্ধ পাচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে তা আরও প্রকট হয়ে ওঠায়, তাঁরা গন্ধের উৎস সন্ধানে বের হন। তখনই তাঁরা বুঝতে পারেন এলাকার ঝোঁপঝাড়ের ভিতর থেকে গন্ধ আসছে।
উঁকি দিয়ে তাঁরা দেখতে পান, পচাগলা অস্বাভাবিক কিছু একটা গাছের ডালের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে। শরীর থেকে মাংস পচে গলে বেরিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেহ শনাক্তও করা হয়। জানা যায়, ওই যুবকের নাম সঞ্জয়। এলাকাতেই বাড়ি। ষষ্ঠীর সকালে বাড়িতে অশান্তি হয়েছিল। সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়েছিল। কিন্তু থানায় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি। কীভাবে মৃত্যু, আদৌ খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।