হুগলি: মগড়ার গুলিচালনার ঘটনায় গ্রেফতার দুই গ্রেফতার। জমি কেনাবেচা ও দালালি কারবারে শত্রুতার জেরে খুনের চেষ্টা,দাবি পুলিশের। বুধবার মধ্যরাতে মগড়ার নাকসা মোড় এলাকায় জিটি রোডে মোটর বাইক আরোহী দুই জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে পাণ্ডুয়ার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম। দু’জনই গুলিবিদ্ধ হন। বর্তমানে আহত অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার পরেই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৃহস্পতিবার রাতে মগড়া শঙ্খনগরের একটি পানশালা থেকে দু’জনকে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তরা মগড়া এলাকারই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল অভিজিৎ ঘোষ ও তপন সিং। তারা একটি গাড়ি করে বাইককে অনুসরণ করছিল। পুলিশ জানিয়েছে, মোট ৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। একটা গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও মোট ৪টি গুলি লাগে দুই বাইক আরোহীর।
শুক্রবার সিঙ্গুরের কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশের হেড কোয়ার্টের সাংবাদিক বৈঠক করেন হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। তিনি জানান, অভিযুক্তদের বা আহতদের কোন পুরানো ক্রাইম রেকর্ড আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত গাড়িটি আটক করা হয়েছে। অভিযুক্তরা গাড়িটি ভাড়া নিয়ে অপরাধমূলক কাজকর্ম করেছিল। অভিযুক্তদের চুঁচুড়া আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জমি কেনাবেচা ও দালালি করেন আহতরা। সেই কারবারে শত্রুতার জেরে তাঁদের খুনের ষড়যন্ত্র করা হয়। ধৃতদের বিরুদ্ধে বিএনএস ১২৬/২, ১১৮/২, ১০৯/১, ৬১(২)এ, ৩৫ এবং ২৫ ও ২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)