হুগলি: মাত্র ন’মাস হয়েছিল বিয়ের বয়স। কিন্তু ধড়ে থাকল না প্রাণ। অভিযোগ উঠল বিষ খাইয়ে খুন করা হয়েছে মেয়েটিকে। খবর মেয়েটির বাপের বাড়ি পৌঁছতেই কার্যত কান্নায় ভেঙে পড়লেন তাঁর বাবা-মা। দোষীদের কঠোর শাস্তি দাবি করলেন তারা। হুগলির বলাগড়ের সোমড়া ২ গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রামের ঘটনা। সেইখানেই দেহ উদ্ধার হল গৃহবধূর। বিষ খাইয়ে তাঁকে প্রাণে মেরে ফেলা হয়েছে বলে দাবি স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম ডালিয়া ঘোষ।
অভিযোগ, ন’মাস আগে বিয়ে হয়েছিল ডালিয়া ঘোষের। হুগলির পোলবার আমনান গ্রামের বাসিন্দা সৌমেন ঘোষের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চলত বধুর উপর। এরপর বুধবার বধূর মা পদ্মা ঘোষ খবর পান তাঁর মেয়ে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে মেয়ের।
পুলিশ জানিয়েছে মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামী সৌমেন শ্বশুর দেবনারায়ণ ও শাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।