BLO in Tarakeshwar: ‘নেই অনুমোদন’, তাও কীভাবে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূলের বিএলএ? তারকেশ্বরে প্রশ্ন বিজেপির
SIR in Bengal: এখানেই গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, BLA-এর জন্য তারকেশ্বর বিধানসভার ২৭০টি বুথের জন্য কাউকেই এখনও অনুমোদন বা পরিচয়পত্র দেওয়া হয়নি। কিন্তু তৃণমূল গায়ের জোরে বিএলও পাঠাচ্ছে।

তারকেশ্বর: বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা। আর শুরু দিনেই দিকে দিকে বিতর্ক। বিতর্ক তারকেশ্বরেও। BLA কারা জানেন না BLO রা। অনুমোদন না পেলেও BLO-দের সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূলের অনুমোদনহীন বিএলএ-দের। অভিযোগ বিজেপির। অনুমোদন দেওয়া হয়নি তাঁদের বিএলএ-দেরও। তাতেই চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে। চূড়ান্ত ধোঁয়াশায় বিএলও-রা।
২৪৮ নং বুথের BLA রাজশেখর মজুমদার বলছেন তাঁকে শুধুমাত্র মৌখিকভাবে বিডিও অফিস থেকে কাজ করার কথা জানানো হয়েছে। তিনি কাজ করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তবে ব্লক অফিস থেকে তাঁকে কোনও কার্ড দেওয়া হয়নি, দেওয়া হয়নি কোনও অনুমোদনও।
তারকেশ্বরের বালিগোরী পঞ্চায়েত বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন রিনা বন্দ্যোপাধ্যায়। ধোঁয়াশায় তিনিও। তিনি বলছেন, “কারা কোন দলের বিএলএ আমরা জানি না। ওরা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন। তবে অফিস থেকে ওদের বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।” তাঁর সঙ্গে বিএলএ হিসাবে ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ। তিনি বলছেন, “দলীয় ভাবে আমাদের নিযুক্ত করা হয়েছে একটা ফর্ম ফিলাপ করার পর। কিন্তু কোনও অনুমোদনপত্র বা আই কার্ড দেওয়া হয়নি।”
এখানেই গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, BLA-এর জন্য তারকেশ্বর বিধানসভার ২৭০টি বুথের জন্য কাউকেই এখনও অনুমোদন বা পরিচয়পত্র দেওয়া হয়নি। কিন্তু তৃণমূল গায়ের জোরে বিএলও পাঠাচ্ছে। অন্যদিকে তাঁদের আরও অভিযোগ, তাঁরা ২১২ জন বিএলএ-র জন্য় অনুমোদন চেয়েছিলেন। কিন্তু সেই অনুমোদন দেওয়া হয়নি। অন্যদিকে বিজেপির খোঁচা উড়িয়ে তৃণমূলের দাবি, সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্যই তাঁদের বিএলএ-রা যাচ্ছেন। যদিও এ বিষয়ে কোনও কথাই বলতে চাননি তারকেশ্বর বিডিও সীমা চন্দ্র সীমা।
