Hooghly: দানা হানার ভোরেই হয়ে গেল দুঃসাহসিক ডাকাতি, চন্ডীতলায় লুঠ প্রায় কোটি টাকার বেশি গয়না

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Oct 25, 2024 | 11:13 PM

Hooghly: শুক্রবার ভোরে সবাই যখন দানার প্রলয়ের প্রহর গুনছিলেন সেই সময় ঘটে যায় ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ভোর চারটে নাগাদ বেগমপুরের পদ্মশ্রী সুপার মার্কেটে দু’টি সোনার দোকানে হানা দেয় ডাকাতেরা। ঘটনায় শোরগোল এলাকায়।

Hooghly: দানা হানার ভোরেই হয়ে গেল দুঃসাহসিক ডাকাতি, চন্ডীতলায় লুঠ প্রায় কোটি টাকার বেশি গয়না
ব্যাপক উত্তেজনা এলাকায়, তদন্তে নেমেছে পুলিশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

চন্ডীতলা: এ যেন একেবারে নতুন রোগ। বিগত কয়েক মাসে বাংলার নানা প্রান্তে লাগাতার সোনার দোকানে ডাকাতির খবর সামনে এসেছে। নাম জড়িয়েছে বিহারের সব কুখ্যাত দুষ্কৃতীদের। এবার ফের চন্ডীতলার বেগমপুরে সাটার কেটে পর পর দুটি সোনার দোকানে ডাকাতি। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, কোটি টাকার উপর সোনা ও রুপোর গয়না লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।  

শুক্রবার ভোরে সবাই যখন দানার প্রলয়ের প্রহর গুনছিলেন সেই সময় ঘটে যায় ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ভোর চারটে নাগাদ বেগমপুরের পদ্মশ্রী সুপার মার্কেটে দু’টি সোনার দোকানে হানা দেয় ডাকাতেরা। রীতিমতো তাণ্ডব চালায় দোকানে। দু’টি দোকানেই সাটার কেটে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুঠ করে। দোকানদারেরা জানাচ্ছেন যে পরিমাণ অলঙ্কার লুঠ হয়েছে তার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। 

যদিও যে সময় এ ঘটনা ঘটে তা ঘুনাক্ষরেও টেন পাননি দোকানের মালিকেরা। শেখ রাজু ও কাশীনাথ সামন্ত নামে দুই স্বর্ণ ব্যবসায়ী জানাচ্ছেন তাঁরা দুজনেই সকালে দোকানে এসে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। দেখা যায় দুই দোকানেরই সাটার কাটা। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় সর্বস্ব লুঠ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ চেক করতেই আসল ঘটনা ধরা পড়ে। ইচিমধ্যেই তাঁরা সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন। ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়। 

Next Article