AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: ‘আরে পুছকে আইয়ে, আমি প্রার্থী কল্যাণ ব্যানার্জী…’, বাধা পেতেই জওয়ানকে বোঝালেন কল্যাণ

TMC Candidate Kalyan Banerjee: তৃণমূল প্রার্থী বলেন, "তাহলে বুঝতে পারছেন ওরা কীভাবে ভোট করছে। আমায় যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে বুঝতে পারছেন? সব মোদী আর অমিত শাহর লোক। এই ভাবে হারাতে পারবে নাকি।" প্রসঙ্গত, আজ শ্রীরামপুর লোকসভার বিভিন্ন কেন্দ্র ভোট গ্রহণ পর্ব চলছে।

Kalyan Banerjee: 'আরে পুছকে আইয়ে, আমি প্রার্থী কল্যাণ ব্যানার্জী...', বাধা পেতেই জওয়ানকে বোঝালেন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2024 | 10:45 AM

শ্রীরামপুর: শ্রীরামপুরের চাকুন্ডি হাইস্কুলে তখন পৌঁছেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোট গ্রহণ চলাকালীন বুথের ভিতরে প্রবেশ করতে যান তিনি। তবে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান প্রবেশে বাধা দেয় তাঁকে। পরে তিনি হিন্দিতে জওয়ানকে বলেন, “আরে আমি প্রার্থী।” এর কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করতে যান তিনি।

জানা যাচ্ছে, শ্রীরামপুর চাকুন্ডি হাইস্কুলে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করতে যান তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তারপর কার্ড দেখিয়ে ঢুকতে বাধ্য হন তিনি। গোটাটাই বিজেপি-র ষড়যন্ত্র বলে দাবি করছেন কল্যাণ।

তৃণমূল প্রার্থী বলেন, “তাহলে বুঝতে পারছেন ওরা কীভাবে ভোট করছে। আমায় যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে বুঝতে পারছেন? সব মোদী আর অমিত শাহর লোক। এই ভাবে হারাতে পারবে নাকি।” প্রসঙ্গত, আজ শ্রীরামপুর লোকসভার বিভিন্ন কেন্দ্র ভোট গ্রহণ পর্ব চলছে। প্রার্থীরা বিভিন্ন বুথে ঘুরছেন। বাদ যাননি সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরও। বাঁকড়ার মুন্সিডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সিপিএমের এক এজেন্টকে চুলের মুঠি ধরে উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ওঠে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এরপরই বাঁকড়ার ওই বুথে যান সিপিএম প্রার্থী।