Kanchan Mallick: ক্লাস চলাকালীন হঠাৎই স্কুলে ঢুকে পড়লেন বিধায়ক কাঞ্চন মল্লিক, তুললেন খুদেদের সঙ্গে ছবি! শুরু চর্চা

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 20, 2023 | 4:43 PM

Kanchan Mallick: হঠাৎ করেই বিধায়ক স্কুলে চলে আসায় কিছুটা হলেও বিঘ্নিত হয় পঠনপাঠন। অবাক হয়ে যান স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরাও। স্কুলের ভিতর কেন কোনও রাজনৈতিক দলের কর্মসূচি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

Kanchan Mallick: ক্লাস চলাকালীন হঠাৎই স্কুলে ঢুকে পড়লেন বিধায়ক কাঞ্চন মল্লিক, তুললেন খুদেদের সঙ্গে ছবি! শুরু চর্চা
কাঞ্চন মল্লিক

Follow Us

হুগলি: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে হুগলির একটি স্কুলে গিয়ে ছেটোদের সঙ্গে ছবি তুললেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। শুরু রাজনৈতিক বিতর্ক। কীভাবে স্কুল চলাকালীনই ক্লাসরুমে ঢুকে যেতে পারেন বিধায়ক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সোমবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচি করেন বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিযোগ, স্কুল চলাকালীনই হুগলির কার্তিক স্মৃতি উচ্চ প্রাথমিক স্কুলের ভিতর ঢুকে পড়েন তিনি। হঠাৎ করেই বিধায়ক স্কুলে চলে আসায় কিছুটা হলেও বিঘ্নিত হয় পঠনপাঠন। অবাক হয়ে যান স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরাও। স্কুলের ভিতর কেন কোনও রাজনৈতিক দলের কর্মসূচি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

এই বিষয়টিকে ইস্যু করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, “উত্তরপাড়ায় বিগত কয়েক মাসে একাধিক ঘটনা ঘটেছে, তখন আমরা বিধায়কের দেখা পাইনি। আর আজকে বিধায়ক দলীয় কর্মসূচি করতে এলাকায় চলে এলেন । সব থেকে বড় কথা যখন থেকে স্কুল নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ গ্রেফতার হয়েছেন, তখন থেকে তৃণমূল নেতাকর্মীরা স্কুলে স্কুলে ছুটছেন । দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতেও আজকেও বিধায়ক ,চেয়ারম্যান, টাউন প্রেসিডেন্ট দলের কর্মীদের নিয়ে একটি প্রাইমারি স্কুলে গেছিলেন।” বিজেপি নেতার প্রশ্ন, “আসলে তাঁরা সুরক্ষা কবচ দিতে যাচ্ছেন, নাকি নিজেদের সুরক্ষা কবচ নিতে স্কুলে ছুটছেন, সেটাই এখন প্রশ্ন।”

বিধায়ক কাঞ্চন বলেন, “এটা সরকারি প্রতিষ্ঠানে ভিজিট। স্কুল চলাকালীন না এলে কী করে দেখব। স্কুলে এলাম বলেই তো জানতে পারলাম যে জানালা নেই, ছোটদের বাথরুমের অবস্থা খারাপ। আমরা চাই না কাউকে ডিস্টার্ব করতে। আমার বিধায়ক তহবিলের টাকা দিয়ে আমি এগুলো করে দেবো বলেছি।”

 

Next Article