ডানকুনি: সন্ধ্যা নামলেই এলাকায় বাড়ছে মাদকের রমরমা। এলাকায় ঢুকে কমবয়সীদের হাতে মাদক তুলে দিচ্ছেন মাদক কারবারিরা। দিনের পর দিন ঘটে চলেছে এই ঘটনা। কিন্তু অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না পুলিশ। দিনের পর দিন ঘটে চলা এই ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী বুধবার গর্জে উঠল মাদক কারবারিদের বিরুদ্ধে। মাদক বিক্রি করতে আসা দুই মাদক কারবারিকে মাদক সমেত হাতেনাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। তার পর তাঁদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হুগলি জেলার ডানকুনি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ঠনঠনিয়া পাড়ায় ঘটেছে এই ঘটনা। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
ডানকুনি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই বাইক নিয়ে গ্রামে ঢোকে মাদক ব্যবসায়ীরা। বিশেষ করে অল্প বয়সের ছেলেদের টার্গেট করে তাঁরা। এ ভাবেই দিনের পর দিন ডানকুনিতে বাড়ছে মাদকের রমরমা। বুধবার সন্ধ্যায় দুই যুবক বাইক নিয়ে ঢোকে ডানকুনির ঠনঠনিয়া পাড়ায়। তাঁদের কাছে ছিল হেরোইন ও গাঁজা। স্থানীয় এক যুবককে মাদক বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে যান মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দুই যুবক। এলাকাবাসী ধরে ফেলেন তাঁদের। তার পর আটকে রেখে পুলিশে খবর দেন। ডানকুনি থানার পুলিশ এসে মাদক-সহ দুই যুবককে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়েছে ওই এলাকায়। যার জেরে নষ্ট হচ্ছে পরিবেশ। নেশাগ্রস্ত হয়ে পড়ছেন এলাকার যুবকরা। গ্রামবাসীদের দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দুই যুবক আটক করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।