Newtown Bus: হয়রানির এক সা! মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Ashique Insan | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 12:00 AM

Bus Owners Agitation: মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে উত্তরপাড়া ও বালি থেকে বাসগুলি তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ওই বাসগুলি ছিল শ্রীরামপুর - নিউটাউন ২৮৫ নম্বর রুটের। হঠাৎ করে মাঝরাস্তা থেকে এভাবে যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যাওয়ায় বেজায় চটেছেন বাস মালিকরা।

Newtown Bus: হয়রানির এক সা! মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
বাস পরিষেবা বন্ধ
Image Credit source: TV9 Bangla

Follow Us

শ্রীরামপুর: বাস থেকে যাত্রীদের নামিয়ে, তিনটি বাস তুলে নিয়ে গেল রিকভারি এজেন্সি। শ্রীরামপুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল বাসগুলি। সেই সময়েই মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে উত্তরপাড়া ও বালি থেকে বাসগুলি তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ওই বাসগুলি ছিল শ্রীরামপুর – নিউটাউন ২৮৫ নম্বর রুটের। হঠাৎ করে মাঝরাস্তা থেকে এভাবে যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যাওয়ায় বেজায় চটেছেন বাস মালিকরা। বুধবার সন্ধেয় এই নিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগও জানিয়েছেন তাঁরা। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুর -নিউটাউন রুটের বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

কিন্তু কেন হঠাৎ বাস তুলে নিয়ে গেল রিকভারি এজেন্সি? শ্রীরামপুর – নিউটাউন রুটের বেসরকারি বাস মালিক সংগঠনের সভাপতি রঞ্জন প্রামাণিকের বক্তব্য, বাসগুলির ঋণ শোধ করা নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু এরই মধ্যে আজ ঋণদানকারী সংস্থা রিকভারি এজেন্টদের দিয়ে তিনটি বাস তুলে নিয়ে যায় মাঝরাস্তা থেকে। শুধু যে মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে, তাই নয়… এর পাশাপাশি এক বাস চালককে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তাই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা। তাঁদের দাবি, প্রশাসন যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে। বুধবারের এই ঘটনার কথা রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছেও পৌঁছে দিতে চান বাস মালিকরা।

বুধবার মাঝরাস্তা থেকে যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যাওয়ার অভিযোগটি শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের কানেও গিয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, “পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত। পুলিশ বিষয়টি নিশ্চয়ই দেখবে। যদি মনে হয় পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না, তাহলে পুরসভায় এলে আমি নিশ্চয়ই পুলিশের সঙ্গে কথা বলব।”

Next Article