হুগলি: ভরসন্ধ্যায় সবার অলক্ষ্যে বালি তোলার ঘটনা নতুন নয়। নৌকা নিয়ে গিয়ে গঙ্গার পাশ থেকে সাদা বালি তুলে সেগুলো ভরা হয় পিক আপ ভ্যানে। স্থানীয় বাসিন্দারা অনেকেই জানেন সে কথা। তবে এবার একেবারে হাতেনাতে ধরল পুলিশ। একসঙ্গে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে দুটি পিক আপ ভ্যান ও দুটি নৌকা। হুগলিতে ত্রিবেনী শিবপুর সপ্তর্ষি ঘাটে অভিযান চালানোর সময় ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শিবপুরের সপ্তর্ষি ঘাটের কাছে অভিযান চালায় মগরা থানার পুলিশ। সেই সময়েই দেখা যায় নদীর ধারে কেউ বা কারা দাঁড়িয়ে আছে। পুলিশ একটু এগিয়ে গেলে চোখে পড়ে বালি তোলার বিষয়টি।
ধৃতদের মধ্যে ৪ জনের বাড়ি বাঁশবেড়িয়ায়, বাকিরা কল্যাণীর বাসিন্দা। পুলিশ যাওয়ার আগেই নৌকায় বালি তোলা হয়ে গিয়েছিল। সেই বালি সমেত দুটি নৌকা আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই বালি চুরি চক্রে রয়েছে কল্যাণীর গ্যাং। ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে এরা নাকি প্রায়ই ত্রিবেনীতে আসে। ঘাটে গাড়ি দাঁড় করিয়ে বেআইনিভাবে গঙ্গা থেকে সাদা বালি তোলা হচ্ছে, এই খবর পেয়েই বুধবার ওই অভিযান চালায় পুলিশ। ধৃতদের আজ বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে।