Newtown Bus: যাত্রী নামিয়ে বাস ‘দখল’ দুষ্কৃতীদের, আজ থেকে বন্ধ শ্রীরামপুর-নিউটাউন রুটের বাস

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Nov 02, 2023 | 7:11 PM

Newtown Bus: তাঁরা জানাচ্ছেন, রাস্তায় বেড়িয়ে হঠাৎ বাস না পেয়ে বেশ সমস্যা হচ্ছে।কাটা সার্ভিসে গন্তব্যে পৌঁছোতে মোটার টাকা খরচ করতে হচ্ছে। প্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। অপরদিকে, মালিক পক্ষের দাবি, তারা এক প্রকার বাধ্য হয়েই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

Newtown Bus: যাত্রী নামিয়ে বাস দখল দুষ্কৃতীদের, আজ থেকে বন্ধ শ্রীরামপুর-নিউটাউন রুটের বাস
সকাল থেকে বন্ধ শ্রীরামপুর-নিউটাউন রুটের বাস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শ্রীরামপুর: বুধবারের ঘটনার জের। শ্রীরামপুর-নিউটাউন বাস বন্ধ। যার জেরে সমস্য়ায় নিত্যদিনের যাত্রী থেকে সকলেই। উল্লেখ্য, গতকাল ২৮৫ নম্বর রুটে শ্রীরামপুর-নিউটাউনের তিনটি বাস তুলে নেয় দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাচ্ছেন বাস মালিক ও সংগঠন। ইতিমধ্যেই উত্তরপাড়া ও বালি থানায় অভিযোগ দায়ের করেছে বাস মালিক সংগঠন। এই রুটে মোট ১৫টি বাস চলে। বাস বন্ধের ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। সকাল থেকে বহু যাত্রী বাসে অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থেকে বাস পাচ্ছেন না।

তাঁরা জানাচ্ছেন, রাস্তায় বেড়িয়ে হঠাৎ বাস না পেয়ে বেশ সমস্যা হচ্ছে।কাটা সার্ভিসে গন্তব্যে পৌঁছোতে মোটার টাকা খরচ করতে হচ্ছে। প্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। অপরদিকে, মালিক পক্ষের দাবি, তারা এক প্রকার বাধ্য হয়েই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। বাস মালিক সংগঠনের সম্পাদক রঞ্জন প্রামাণিক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ ৩টি বাস তুলে নিয়েছে। আগামীদিনে যদি আরও বাস যদি তোলে। তাই প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়,তার জন্য এই বন্ধ। যদি প্রশাসন বাসগুলি উদ্ধার করে দেয় আজ,তাহলে আগামিকাল থেকে আবার বাস চালু হয়ে যাবে।”

প্রসঙ্গত, বহুদিন আগে শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত ৩ নম্বর রুটের বাস ছিল। প্রথমে ১৯২৭ সালে এই রুট চালু হয়েছিল। যদিও পরে তা বন্ধ হয়ে যায়। এরপর রাজ্য সরকারের উদ্যোগে ২০১৮ সালে ২৮৫ নম্বর রুটে বাস চালু হয়। এই বাসটিতে শ্রীরামপুর, উত্তরপাড়া,কোন্নগর থেকে বহু যাত্রী সেক্টর ফাইভ,ইকোপার্ক,নিউটাউনে যাতায়াত করেন। গতকাল হঠাৎই বাস থেকে যাত্রীদের নামিয়ে, তিনটি বাস তুলে নেয় কয়েকজন দুষ্কৃতী। যদিও তাঁরা নিজেদের রিকভারি এজেন্সির এজেন্ট বলে। এরপর থেকেই আজ বাস বন্ধ রেখেছেন মালিকরা।

Next Article