হুগলি: বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হুগলিতে হারতে হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। দলের মধ্যে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত দুঃখজনক, মন্তব্য মিঠুনের। শনিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে পান্ডুয়ায় এসেছিলেন মিঠুন। যোগ দিয়েছিলেন একটি বৈঠকে। সেখানেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন গোষ্ঠী কোন্দল নিয়ে। একইসঙ্গে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “কিছু কিছু বিধানসভায় লকেট ভোট পায়নি। অল্প ভোটে হারতে হয়েছে। এর কারণ অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব। কয়েকজনের মধ্যে এই সমস্যা জন্য এই অবস্থা। এটা খুবই দুঃখজনক ঘটনা।” মিঠুনের এ মন্তব্য নিয়েই এখন তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। খোঁচা দিতে শুরু করেছে তৃণমূলও। প্রসঙ্গত, কেন্দ্রীয় বিজেপির বেঁধে দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণে ভালই বেগ পেতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের। এখনও ওঠেনি পাশ মার্কস। যা নিয়ে দলের অন্দরে চাপানউতোর চলছেই। যদিও দেখার ৩১ ডিসেম্বরের ডেডলাইন পর্যন্ত জল কোনদিকে যায়। এদিন এ নিয়ে মুখ খুলতে দেখা যায় হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।
লকেট বলেন, “আস্তে আস্তে এগোচ্ছে প্রক্রিয়াটা। একটু ধীরে আছে যদিও। সবাইকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু, সবাইকে তো এগিয়ে আসতে হবে।” তবে তাঁর নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে বিশেষ উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাঁকে। শুধু বলেন, “ওটা দলের ভিতরের কথা।” যদিও এলাকার বিজেপি নেতারা বলছেন, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। হয়তো কেউ কাজ কমবেশি করেছে। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না।