হুগলি: সামনেই পঞ্চায়েত নির্বাচম। বীরভূমের বাঘ, ‘বীর’ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন দিল্লিতে ইডি-র খপ্পরে। এবারের পঞ্চায়েত তাঁকে বিনাই। কিন্তু তাঁর উক্তিকে পাথেয় করেই লড়তে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার সে কথা প্রকাশও করে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। অনুব্রতর হয়ে নাকি তিনিই চড়াম চড়াম বাজিয়ে দেবেন। কামারহাটির বিধায়ক মদনের কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমি চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” বৃহস্পতিবার সন্ধায় হিন্দমোটরে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন মদন মিত্র। মদনের কথায়, “দলের কৃষ্ণ দ্রোণাচার্যরা যদি আমাকে অর্জুন হতে বলে তাহলে অর্জুন হব না বললে মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করব। আমি পালা গান গাই। আমাকে যখন যে পালা গান গাইতে বলা হয় আমি সেই পালাগানই গাই।”
মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে গেছে। এর এফেক্ট পড়বে সামনের ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসন জিতবে। আমি হুমকি দিচ্ছি না। আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল চড়াম চড়াম করে ঢোল বাজবেন কিনা। আমি বললাম ঢোল কি সানাইয়ের মতো বাজবে নাকি? ঢোল তো ঢোলের মতই বাজবে। আমরা দূর থেকে বসে মিনারেল ওয়াটার খাওয়াবো, যারা ভালো করে কাজ করবে। আর অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।”
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগেই ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধ প্রয়োগ করে সবসময়েই শিরোনামে থেকেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তৃণমূলের সংগঠনটা তিনি এমনভাবেই তৈরি করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তাঁর বলা একটা কথাই মূল মন্ত্রের মতো জপতেন দলের কর্মী সমর্থকরা। সরাসরি কোনও অভিযোগে নাম না থাকলেও, ভোট এলেই এমন কোনও মন্তব্য করতেন, যাতে তাঁকে নজরবন্দি করে রাখত কমিশনও। সেই অনুব্রতই এখন গরু পাচার মামলায় জেলে। তবে সূত্রের খবর, জেলে থেকেও তিনি পঞ্চায়েতে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েই আলোচনা করেছেন। আর দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে অনুব্রতর কথাকেই স্মরণ করিয়ে দিলেন তাঁর দলের বিধায়ক মদন, যিনিও কিনা তাঁর প্রবাচর জন্য ‘হাইলাইটেড’।
এদিনের অনুষ্ঠানে কেবল অনুব্রত নয়, দলে বেনো জল ঢোকা প্রসঙ্গেও মদন বলেন, “খাল থাকলেই বেনো জল ঢুকবে। গঙ্গা দিয়ে মৃতদেহ ভেসে যায়। তৃণমূলে বেনো জল ঢুকবে। তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা আইডেন্টিফাই করে দিয়েছি কালকেউটেটাকে। বিজেপি কংগ্রেস ও সিপিএমের জোট কিছু করতে পারবে না।”