হুগলি: লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে ব্লক সভাপতিদের নতুন তালিকা প্রকাশ করল রাজ্য তৃণমূল। হুগলির দুই সাংগঠনিক জেলার আট ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া হল। দায়িত্ব দেওয়া হল নতুনদের। ফলত, দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব আরও একবার উস্কে গেল।
হুগলি জেলার দুটি সাংগঠনিক জেলা একটি হুগলি-শ্রীরামপুর ও অপরটি আরামবাগ। মোট ১৮ টি ব্লকের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার। যার মধ্যে দশটি ব্লকে পুরনো সভাপতিদের রাখা হলেও আটটি ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস।
সিঙুর ব্লক তৃণমূল সভাপতি গোবিন্দ ধাড়াকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে আনন্দ মোহন ঘোষকে। অপরদিকে, চন্ডীতলা ১ ব্লকের সভাপতি ভোলানাথ চট্টোপাধ্যায়কে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে সনৎ সাঙ্কিকে। অন্যদিকে পান্ডুয়া ব্লকের সঞ্জয় ঘোষকে সরিয়ে নতুন সভাপতি করা হল আনিসুর ইসলাম মোল্লাকে। চুঁচুড়া মগড়া ব্লক সভাপতি ছিলেন বিকাশ রায়কে সরিয়ে তাপস চক্রবর্তীকে সভাপতি করা হয়েছে।
অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ৮টি ব্লকের মধ্যে চারটি ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন করেছে তৃণমুল কংগ্ৰেস। যার মধ্যে গোঘাট ১ এর বিজয় রায়কে সরিয়ে সঞ্জিত পাখিরাকে সভাপতি করা হয়েছে। গোঘাট-২ এর অরুণ কেওড়াকে সরিয়ে সৌমেন দিগরকে সভাপতি করা হয়েছে। খানাকুল-১ এর ইলিয়াস চৌধুরীকে সরিয়ে করা হয়েছে দীপেন মাইতিকে। খানাকুল-২ এর অসিত সাঁতরার জায়গায় ব্লক সভাপতি করা হয়েছে রমেন মাইতিকে।