সিঙ্গুর:সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) পর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও রাজ্য রাজনীতিতে একইভাবে প্রাসঙ্গিক সিঙ্গুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক উত্থানের কথা যতবার আলোচিত হয়, ততবার ঘুরে ফিরে আসে সিঙ্গুর আন্দোলনের কথা। সেই সিঙ্গুরে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সিঙ্গুরে যাচ্ছেন তিনি। তার আগে জমি আন্দোলনের শহীদ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক বললেন, “আমি আর ভোটে দাঁড়াবো না। তবে আমায় ডাকলে দলের হয়ে নির্বাচনে কাজ করবো। দিদি সিঙ্গুরে আসছেন মানুষের ভালর জন্যেই। এখনও ডাক পাইনি। আমাকে ডাকলেই যাব।কারণ দিদিকেই আমি ভালবাসি।”
উল্লেখ্য গত ৩রা জুন ২০২২ সালের সিঙ্গুরের বাজেমেলিয়ায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। বাজেমেলিয়ায় সন্তোষী মাতার মন্দিরে পুজো দিয়ে কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধন করেছিলেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি মনোরঞ্জন মালিককে। কেন তিনি ছিলেন না? প্রশ্ন করায় তিনি জানিয়েছিলেন “দিদি আর আমাকে ভালবাসে না”
গত ১০ মাসের ব্যবধানে আবারো সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু অন্য সুর শোনা গেল মনোরজ্ঞন মালিকের গলায়। গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বক্ত্যবে অভিমানের সুর শোনা গেলেও এবারে মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর আনুগত্য এর সুর শোনা গেল। মনোরজ্ঞন মালিক বলেন,”আমার মনে পুরোটাই দিদির জায়গা আছে। কারণ আমি দিদিকেই তো ভালবাসি।” সেই সঙ্গে তিনি আরও জানান, “সরকারি অনুষ্ঠানে দিদি আমাকে ডাকেন না। ও নিয়ে আমার ক্ষোভ নেই,দুঃখ ও নেই। কারণ সেখানে সব মানুষ মঞ্চে উঠতে পারে না। এমনি জনসভা হলে আমাকে ডাকে,আমি যাই।”
সেই সঙ্গে মনোরঞ্জন মালিক বলেন, “আমি কোনও বারেই দিদির বিরুদ্ধে ভোটে দাঁড়াইনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের নিজেদের লোক রবীন বাবু ও তপন দাশগুপ্ত আমাকে বলেছিল ভোটে লড়াই করতে। তাই নমিনেশন করেছিলাম দলের হয়ে তৃণমূলের হয়ে। দলের প্রতীকে। কিন্তু চারদিন পরে আমাকে নমিনেশন প্রত্যাহার করতে বলা হয়,আমি রাগে প্রত্যাহার করিনি। তাই নির্দল হয়ে গেলাম।”
যদিও এই বিষয়টি নিয়ে কোন কথা বলতে রাজি হননি সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবং তপন দাশগুপ্তের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “সিঙ্গুরের নির্বাচন নিয়ে আমি কিছু জানি না। তাই আমার সে বিষয়ে কোনও বক্তব্য নেই।”