হুগলি: দশমীর রাত্রিবেলা নিখোঁজ হয়েছিল এক নাবালিকা। অবশেষে শনিবার উদ্ধার হল তার দেহ। গোটা চাঞ্চল্য ছড়াল সংশ্লিষ্ট এলাকায়।
হুগলির জাঙ্গিপাড়া এলাকার ঘটনা। শনিবার সকালে এলাকার একটি ঝিলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা। মেয়েটির পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কারণ এলাকাবাসী ঝিলের পাশেই একজোড়া পুরুষের জুতো পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পরিবার সূত্রে জানা খবর, দশমীর রাত্রিবেলা ভাই-বোনদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হন নাবালিকা। তবে ভাই-বোন ফিরলেও ওই নাবালিকা বাড়ি ফেরেনি। বাড়ির মেয়েকে না পেয়ে একটি নিখোঁজ অভিযোগও দায়ের করা হয় থানায়। তবে পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের কোনও সহযোগিতা করেনি।
এরপর চারদিন নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ঝিলে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পরিবারের লোকজন এসে জামা-কাপড় দেখে সনাক্ত করেন। এরপর ঘটনাস্থলে আসে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অভিযোগ, দেহ উদ্ধার করতে পুলিশকে বাধা দেয় স্থানীয় মানুষ পরিবারের লোকজন। তাঁদের দাবি কুকুর এনে তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘যখন আমরা নিখোঁজ ডায়রি করেছিলাম তখন চারদিন ধরে আমাদের ঘোরানো হয়েছিল। বারবার পুলিশ আমাদের ঘোরায়। ওরা প্রথমে নিখোঁজ ডায়রিও নিতে চায়নি। এরপর আজ যখন দেহ উদ্ধার হয় তখন আমরা বলি আগে তদন্ত হোক তারপর ওরা দেহতে হাত দিক।’