হুগলি: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন কৃষক। প্রকাশ্য দিবালোকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে পাণ্ডুয়া কালনা মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তোলেন সাহাবুদ্দিন আলি নামে ওই কৃষক। দেপাড়ার বাসিন্দা তিনি। বাড়িতেই ফিরছিলেন। পাণ্ডুয়ার জামগ্রামের একটি নির্জন এলাকায় কয়েকজন বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় বলে অভিযোগ।
সাহাবুদ্দিনের দাবি, তিনি কিছু বুঝে ওঠার আগেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় ওই যুবকরা। চোখ জ্বলতে শুরু করে তাঁর। রাস্তায় পড়ে যান ওই কৃষক। এরপরই তাঁর সঙ্গে থাকা টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। সাহাবুদ্দিন রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন। এরপর অন্য এক বাইক আরোহী মহম্মদ সাহিল তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।
মহম্মদ সাহিল জানান, তিনি বাইক নিয়ে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় দেখেন রাস্তায় একজন চোখ বুজে পড়ে আছেন এবং ছটফট করছেন। সাহিল জানতে চান কী হয়েছে। সাহাবুদ্দিনই জানান, লঙ্কার গুঁড়ো ছেটানো হয়েছে তাঁর চোখে। একটি কালো রঙের ব্যাগ পড়েছিল রাস্তার ধারে।
সাহাবুদ্দিনের অভিযোগ, পাণ্ডুয়ার ব্যাঙ্ক থেকে ফিরছিলেন। ব্যাগে ৪২ হাজার টাকা ছিল। তা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পেমেন্টের টাকা ছিল বলে জানান তিনি। হেলমেট পরে থাকায় চিনতে পারেননি কাউকে। পুলিশ জানিয়েছে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটে খতিয়ে দেখে তদন্ত চলছে।