Mysterious Death: স্কুল কোয়ার্টারে শিক্ষিকার মেয়ের দেহ, আত্মহত্যার চেষ্টা প্রেমিকেরও

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2024 | 3:01 PM

Mysterious Death: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমির মা মহানাদ হাইস্কুলের শিক্ষিকা। স্কুল সংলগ্ন কোয়ার্টারের মায়ের সঙ্গে থাকতেন সৌমি। মঙ্গলবার রাতে সৌমির মা বাড়িতে ছিলেন না। তিনি যখন ফেরেন, তখন মেয়েকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। 

Mysterious Death: স্কুল কোয়ার্টারে শিক্ষিকার মেয়ের দেহ, আত্মহত্যার চেষ্টা প্রেমিকেরও
প্রেমিকাকে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: পাণ্ডুয়ার মহানাদে স্কুল কোয়ার্টারে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমি  গঙ্গোপাধ্যায়। তাঁকে খুন করার অভিযোগ ওঠে যুবতীর প্রেমিকের বিরুদ্ধে। এদিকে সেই প্রেমিকও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানতে পেরেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমির মা মহানাদ হাইস্কুলের শিক্ষিকা। স্কুল সংলগ্ন কোয়ার্টারের মায়ের সঙ্গে থাকতেন সৌমি। মঙ্গলবার রাতে সৌমির মা বাড়িতে ছিলেন না। তিনি যখন ফেরেন, তখন মেয়েকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানা ও হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা। ঘর থেকে যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,  সৈকত সরকার নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল সৌমির। একই এলাকারই বাসিন্দা দু’জনে।

সৌমির কোয়ার্টারেও যাতায়াত ছিল যুবকের। গত মাস ছয়েক ধরে সেই সম্পর্কে ভাঁটা পড়ে। জানা যায়, সৈকত আবারও সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল। কিন্তু সৌমি তাতে রাজি হচ্ছিল না। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, সেই অবসাদ থেকেই সৌমিকে খুন করে থাকতে পারে সৈকত।  মৃত যুবতীর মা এখনই কিছু বলতে চাননি। এদিকে, সৈকতের খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনিও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকেও উদ্ধার করে প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Next Article