হুগলি ও মালদহ: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি দেওয়ানগঞ্জ এলাকায়। বালি হাই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফিরছিল ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, প্রায় সকলেই কানে হেডফোন দিয়ে বাড়ি ফিরছিল, কেউ বাইকে কেউ বা সাইকেলে। সাইকেলের সঙ্গে বাইকের সংঘর্ষে দু’জন ছাত্রী ও এক ছাত্র গুরুতর আহত হয়। তাদের মাথায় বুকে হাতে পায়ে চোট লেগেছে।
সহপাঠীরাই তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গুরুতর জখম ওই ছাত্র-ছাত্রীদের চিকিৎসা চলছে হাসপাতালে। আহত পরীক্ষার্থীদের নাম, মামনি খাতুন ,আজমিরা খাতুন ও শেখ নিহাদ আহমেদ।
এদিকে, পরীক্ষা চলার সময় অসুস্থ হয়ে পড়ে ৫ পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদার কালিয়াচক-২নম্বর ব্লকের দুটি পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল মোট পাঁচ পরীক্ষার্থী। অসুস্থ পরীক্ষার্থীরা পরীক্ষা দিল বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের বেডে বসে। তাদের মধ্যে দুইজন বাঙ্গিটোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অন্য তিনজন আইডিয়াল হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিল হঠাৎই তাঁদের শরীর অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের মধ্যে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। একজন পরীক্ষার্থী গুরুতর অসুস্থ রয়েছে।