Hooghly: সাহস জোগাচ্ছে সন্দেশখালি! এবার তারকেশ্বরেও সামনে এল ‘হর্তাকর্তা’দের নাম

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2024 | 11:07 AM

গত ১০ নভেম্বর বাদলি টুডু প্রাপ্য আদায়ের দাবিতে সাইদুল মোল্লার বাড়িতে গেলে তাঁকে বেধড়ক মারধোর করা হয় বলেও অভিযোগ। অভিযোগ, শুধু সাইদুল মোল্লাই নয়, তাঁর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ও তার দলবল বাদলি টুডুকে হেনস্থা, মারধর করে বলে অভিযোগ। 

Hooghly: সাহস জোগাচ্ছে সন্দেশখালি! এবার তারকেশ্বরেও সামনে এল হর্তাকর্তাদের নাম
নিগৃহীত আদিবাসী মহিলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:   দাপুটে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে মুখ খুলেছেন সন্দেশখালির আদিবাসী মহিলারা। এবার সেখান থেকেই সাহস জুগিয়ে  আদিবাসী মহিলার ভাগ রেকর্ড ভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। দিনের পর দিন দুই তৃণমূল নেতার অত্যাচারের কথা প্রকাশ্যে আনলেন তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের মাল পাহাড় পুর গ্রামের এক আদিবাসী মহিলা।

তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতে কান পাতলেই শোনা যায়, তৃণমূল নেতা সাইদুল ,মনিরুলদের অত্যাচারের অভিযোগ। দুই তৃণমূল নেতার ভয়ে কারও মুখ খোলার সাহস হয়নি, এতদিন তবে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকেই।নাইটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগ রেকর্ড ভুক্ত বিঘা তিনেক জমি চাষ আবাদ করে সংসার চালাতেন বাদলি টুডু। স্বামী শ্রীকান্ত টুডুর  মৃত্যু হয়েছে বছর তিনেক আগে। শাশুড়ি বিদেশিনী টুডুর নামেই তিন বিঘা জমি ছিল ভাগ রেকর্ডভুক্ত। শাশুড়ি মৃত্যুর পর চাষ আবাদ করতেন বাদলি টুডু ও তাঁর দুই ছেলে। চাষ আবাদের পাশাপাশি দিন মজুরের কাজ করে চলতেন সংসার।

অভিযোগ, কয়েক বছর আগে সেই জমি মালিকের কাছ থেকে জমি কিনে নেন স্থানীয় তৃণমুল নেতা শেখ সাইদুল। জমি কেনার ক্ষেত্রও বেনিময়ম হয়েছে বলে অভিযোগ।
যদিও জমি কেনার সময় বাদলি টুডুকে নিয়ম অনুযায়ী প্রাপ্য ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও, অভিযোগ তা করেননি সাইদুল মোল্লা। বার বার সাইদুলের বাড়িতে গিয়ে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে হেনস্থা হতে হয়েছে বাদলি টুডুকে।

গত ১০ নভেম্বর বাদলি টুডু প্রাপ্য আদায়ের দাবিতে সাইদুল মোল্লার বাড়িতে গেলে তাঁকে বেধড়ক মারধোর করা হয় বলেও অভিযোগ। অভিযোগ, শুধু সাইদুল মোল্লাই নয়, তাঁর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ও তার দলবল বাদলি টুডুকে হেনস্থা, মারধর করে বলে অভিযোগ।

১৩ ডিসেম্বর তারকেশ্বর থানা-সহ জেলা প্রশাসনের কাছে দুই তৃণমুল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বাদলি টুডু। অভিযোগ,  থানায় অভিযোগ হয়েছে জানতে পেরে আবারও বাদলি টুডুর বাড়িতে হামলা চালায় সাইদুল, মনিরুলের দলবল।
ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছিল বাদলি টুডু ও তার পরিবারের। তবে এবার সাহস জুগিয়েছে সন্দেশখালি। প্রাপ্য জমি আদায়ের দাবিতে সাইদুল, মনিরুলের কঠোর শাস্তির দাবি করেছেন বাদলি টুডু।

যদিও অভিযুক্ত দুই তৃণমূল নেতার মধ্যে পঞ্চায়েত উপ প্রধান শেখ মনিরুল বলেন, “অভিযোগ সংক্রান্ত কিছুই জানি না। তবে এটা চক্রান্ত বলেই মনে হচ্ছে।” অন্যদিকে আর অভিযুক্ত তৃণমূল নেতা সাইদুল মোল্লার বাড়িতে গিয়েও দেখা মেলেনি। ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

যদিও দুই তৃণমূল নেতার অভিযোগ প্রসঙ্গে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, “তৃণমূল সরকার এই ধরণের ঘটনা বরদাস্ত করে না। আইন আইনের পথে চলবে। অন্যায় করে কেউ পরিত্রাণ পাবে না।”

Next Article