Nadia: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2024 | 5:56 PM

আক্রান্ত মহিলার নাম শিবানী বর্মন। গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দাস। অভিযুক্তের বাড়ি কল্যাণী মাঝেরচর এলাকায়।

Nadia: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নদিয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। নদিয়ার কল্যাণীর ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এক মহিলাকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ ওঠে তাঁরই স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলার নাম শিবানী বর্মন। গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দাস। অভিযুক্তের বাড়ি কল্যাণী মাঝেরচর এলাকায়।

পুলিশ ও ওই মহিলার বয়ান অনুযায়ী জানা গিয়েছে,  রাজেশ তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। বৃহস্পতিবার সকালে শিবানীকে ডাকেন রাজেশ। শিবানী রাজেশের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের মধ্যে ঝামেলা হয়। সে সময়ে তিনি এলাকা ছেড়ে চলে আসতে চেয়েছিলেন। অভিযোগ, তখনই  রাজেশ ধারাল অস্ত্র দিয়ে শিবানীকে এলোপাথাড়ি কোপ মারেন। এমনটাই অভিযোগ শিবানীর।

এরপর গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Next Article