Dengue in Hooghly: হুগলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬০০ পার, পুজোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে বেচারাম
Dengue in Hooghly: শনিবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনের সামনে থেকে ডেঙ্গির বাহক এডিস মশার মডেল নিয়ে প্রচার ট্যাবলোর উদ্বোধন করতে দেখা গেল মন্ত্রী বেচারাম মান্নাকে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া।

কলকাতা: গত বছরের থেকে এবারে যে ডেঙ্গির দাপট গোটা রাজ্যেই বেশি, তা বারবার সামনে এসেছে সরকারি রিপোর্টে, কলকাতা হোক বা শহরতলি, গ্রাম, সর্বত্রই ডেঙ্গির কামড়ে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, শুধুমাত্র হুগলি (Dengue in Hooghly) জেলাতেই বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। হাসপাতালেই ভর্তি রয়েছেন একশোর বেশি রোগী। তাতেই পুজোর মুখে নতুন করে কপালে চিন্তার ভাঁজা চাওড়া হয়েছে প্রশাসনের। পুজোয় যাতে ডেঙ্গির প্রকোপ আরও না বাড়ে সে কারণে এখন তেকে শুরু হয়ে গিয়েছে সচেতনতামূলক প্রচার। ডেঙ্গি রোধে যে মানুষকে সত্যিই আরও বেশি করে সচেতন করার প্রয়োজন রয়েছে তা মানছে হুগলির জেলা প্রশাসনও। মাঠে নেমে পড়েছেন বিধায়করা।
শনিবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনের সামনে থেকে ডেঙ্গির বাহক এডিস মশার মডেল নিয়ে প্রচার ট্যাবলোর উদ্বোধন করতে দেখা গেল মন্ত্রী বেচারাম মান্নাকে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া। তাঁদের সঙ্গেই দেখা যায় হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভুঁইয়াকেও। ছিলেন প্রশাসনের আরও অনেক আধিকারীই।
সূত্রের খবর, গোটা জেলা ঘুরে ঘুরে ডেঙ্গি নিয়ে জনমানসে সচেতনতামূলক প্রচার করবে এই ট্যাবলো। জেলার ১৮ টি ব্লক ২০৭ টি গ্রাম পঞ্চায়েত ১২ টি পুরসভা ও একটি পুরনিগমে চলবে প্রচার। কীভাবে মানুষ ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার কবলে পড়েন, কীভাবে সাবধানতা অবলম্বন করা যেতে পারে, কীভাবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা পাওয়া সম্ভব, সবই প্রচার করা হবে ট্য়াবলোর মাধ্যমে। পাশাপাশি এলাকাকে কীভাবে দূষণমুক্ত রাখা যাবে, কীভাবে আবর্জনামুক্ত, জমা জল যাতে না জমে সেই সংক্রান্ত বিষয়েও চলবে সচেতনতামূলক প্রচার।
