হুগলি: সকাল-সকাল মর্মান্তিক দুর্ঘটনা। লরিতে সজোরে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত একজন। আহত প্রায় তিনজন। হুগলির ধনিয়াখালী থানার চৌতরা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তুফান রায় (১৮)। জানা গিয়েছে, ধনিয়াখালীর পারামবুয়া থেকে চার যুবক একটি বাইকে চড়ে চৌতারায় যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে তারকেশ্বর বর্ধমান রোড দিয়ে যাওয়া একটি ইট বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুফানের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ধনিয়াখালী হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদের সকলের বাড়ি পাড়ামবুয়া এলাকায়। এদিকে, এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, চৌমাথা এলাকায় কোনও ট্রাফিকের ব্যবস্থা নেই। সেই কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে ট্রাফিক ব্যবস্থার প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা বলেন, ‘চৌতরা মোড়ের কাছে ভোরের দিকে ইটের গাড়ি যাচ্ছিল। সেই সময় দুটো বাইকে চারটে ছেলে ছিল। ওরা ধান কাটতে যাচ্ছিল। এবার ফাঁকা রাস্তা। লরি আসছে খেয়াল করেনি। তখনই লরির তলায় ঢুকে যায়। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছে। বাকি তিনজনেরও বাঁচার আশঙ্কা নেই। ওদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’