হুগলি: সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখে খুলেছেন পীরজাদা ত্বহা সিদ্দিকি। আর এবার সেই বাংলাদেশের ঔদ্ধত্য নিয়েই মুখ খুললেন ফুরফুরা শরিফের আরও দুই পীরজাদা। তাঁরা বলছেন, বিশ্বের মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের উপর কুনজর দিলে হাত, পা, কোমর ভেঙে দেব বলে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন পীরজাদা নাজমুস সায়াদত সিদ্দিকি।
পীরজাদা সাফেরি সিদ্দিকি বলেন, “ভারতীয়দের লাথি মেরে বের করলে, আমার আঙুল চুষব না। আপনারা আমাদের দেশে আক্রমণ করতে এলে বর্ডারে গিয়ে ঢাল হয়ে দাঁড়াব।”
ফুরফুরা শরিফের পীরজাদা নাজমুস সায়াদত সিদ্দিকির দাবি বাংলাদেশে যা হচ্ছে, তাতে ইসলাম ধর্মের মানুষের মাথা নীচু হয়ে যাচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের কিছু মানুষ যে ভাষা ব্যবহার করছে, হিন্দু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, তাতে ইসলাম ধর্মের মানুষের মাথা নীচু হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রকৃত মুসলমানদের বলব নিজের রক্ত দিয়ে মন্দির রক্ষা করুন। হিন্দু ভাই বোনদের রক্ষা করুন।” সম্প্রীতির নজির তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশে যে অশান্তি তৈরি হয়েছে, তারপর থেকেই ভারতকে আক্রমণ করার কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মহলে। পীরজাদার কথায়, “বাংলাদেশ একটা ডোবা মাত্র। ভারতের একটা রাজ্য হুঙ্কার দিলে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ হচ্ছে ফাটা কলসী, ওরা শুধু আওয়াজ দিতেই জানে।”
বাংলাদেশে জোর করে ধর্ম পরিবর্তন করার যে অভিযোগ উঠছে, সেই প্রসঙ্গে পীরজাদা বলেন, ইসলাম কখনই এটা সমর্থন করে না। এটা ভুল। একই সঙ্গে তিনি মনে করেন, ভারতের চিকিৎসকদের নিয়ে চিন্তা করার দরকার নেই বাংলাদেশের।
অন্যদিকে ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকি বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কুর্নিশ জানিয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তা মেনে নিতে পারছেন না তিনি। বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তিনি অনুরোধ জানান, দুই দেশের ভ্রাতৃত্ব যাতে নষ্ট না হয়। তাঁর দাবি, দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে।