Bike Theft: সামনে ‘চোর’, পিছনে তাড়া পুলিশের, ফিল্মি কায়দায় চুঁচুড়ায় গ্রেফতার তিন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 31, 2023 | 6:36 PM

Bike Theft: অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়ার সিংহিবাগান এলাকায় তল্লাশি শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।

Bike Theft: সামনে চোর, পিছনে তাড়া পুলিশের, ফিল্মি কায়দায় চুঁচুড়ায় গ্রেফতার তিন
বাইক চুরির অভিযোগে গ্রেফতার ৩
Image Credit source: TV9 Bangla

Follow Us

চুঁচুড়া: চুরির অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে হাতেনাতে ধরল পুলিশ। যে বাইক চুরি গিয়েছিল, তাতে চেপেই পালাচ্ছিলেন অভিযুক্তরা। সিসিটিভি দেখেই তাঁদের চিহ্নিত করে ফেলে পুলিশ। তারপর ধাওয়া করে একেবারে ফিল্মি কায়দায়। ধরা পড়ে যান তিনজন। হুগলি চুঁচুড়া থানার পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে সোমবার রাতে। তাঁরা ওই বাইক নিয়ে কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

গত রবিবার সন্ধ্যায় চুঁচুড়ার লঞ্চঘাট এলাকায় একটি বাইক চুরির ঘটনা ঘটে। অভিযোগ, বাইকটি এক জায়গায় রেখে, কিছুটা দূরেই নিজের কিছু কাজ করছিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা প্রদীপ কুমার সরোজ। কয়েক মিনিট পরেই ফিরে গিয়ে দেখেন সেই জায়গায় তাঁর বাইকটি নেই। খোঁজাখুঁজির পর বুঝতে পারেন বাইকটি চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রদীপ বাবু।

তাঁর অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়ার সিংহিবাগান এলাকায় তল্লাশি শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। চুরি যাওয়া বাইকটি নজরে পড়ে যায় তাদের। দেখা যায় তিন যুবক ওই বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করছে। বাইকের পিছনে তাড়া করে পুলিশ। বেশ কিছুক্ষণ এভাবে চলে। তারপর চুঁচুড়া স্টেশন পার করে সিমলা পুলের কাছে তিন যুবক সহ বাইকটি কে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম সুরজিৎ ঘোষ ওরফে বরকা, বাবলু বাগ এবং শান্তনু দাস ওরফে শানু। ধৃতদের মধ্যে দুজন সিংহি বাগান এলাকার বাসিন্দা এবং একজন চুঁচুড়ার পেয়ারা বাগান এলাকার বাসিন্দা।

Next Article