কোদালিয়া: “দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিতে ভোট চাইতে আসবেন”- পঞ্চায়েত ভোটের আবহে এ রকরমই পোস্টার পড়ল হুগলি জেলার কোদালিয়ায়। তৃণমূলের প্রার্থীরা ভোট চাইতে এলে টাকা কলের টাকা ফেরত চাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার বাসিন্দারা। কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের নলডাঙা, কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। নাগরিক সমাজের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। যা ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে হুগলি জেলার ওই অঞ্চলে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত থেকে জলের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল। যদিও সেই কল থেকে জল পাওয়া যায় না। এই প্রচন্ড গরমে জল না পেলে কষ্টে রয়েছেন মানুষ। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, বিজেপি এ সব করাচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে। ইতিমধ্যেই মনোনয়ন জমার কাজও শুরু হয়ে গিয়েছে। ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তেই অভাব অভিযোগের ছবি সামনে এলেছে। হুগলি জেলায় জলের কলের সমস্যা নিয়ে পড়ল পোস্টার। সেই পোস্টারে লেখা হয়েছে, তৃণমূল প্রার্থীরা ভোট চাইতে এলে যেন কলের টাকা ফেরত দেয়। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত থেকে জলের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল। যদিও সেই কল থেকে জল পড়ে না। এ নিয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, “সাধারণ মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এটি কেন্দ্রীয় প্রকল্প। সেই প্রকল্পের কলের জন্য টাকা নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতারা। কোথাও চার হাজার, কোথাও পাঁচ হাজার, কোথাও ১০ হাজার টাকাও নিয়েছে। মানুষ তো টাকা ফেরতের দাবি জানাবেই। তৃণমূলের কোনও প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয়।”
অভিযোগ উড়িয়ে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেছেন, “এগুলো সমস্ত বিজেপির চক্রান্ত। ভোট এলেই এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। কোদালিয়া কোনও ভোট পাবে না বিজেপি। তাই এ সব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।” কলের জন্য টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব কম সময় জল দেওয়া হয়। অনেক কল থেকে ঠিক মতো জল পড়ে না। পানীয় জলের জন্য সমস্যার কথাও উঠে এসেছে স্থানীয় বাসিন্দাদের মুখে।