Locket Chatterjee: মনোনয়ন জমা দেখতে গিয়ে বাধার মুখে লকেট, পুলিশের সঙ্গে বচসা বিজেপি সাংসদের

Ashique Insan | Edited By: সঞ্জয় পাইকার

Jun 12, 2023 | 10:45 PM

Locket Chatterjee: সোমবার বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে তা দেখতে যান বিজেপি সাংসদ। পুলিশ তাঁকে বাধা দেয় বলে দাবি করেন তিনি। এমনকী গাড়িও আটকায়।

Locket Chatterjee: মনোনয়ন জমা দেখতে গিয়ে বাধার মুখে লকেট, পুলিশের সঙ্গে বচসা বিজেপি সাংসদের
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: বাধার মুখে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পাণ্ডুয়ায় বিডিও অফিসে ঢোকার মুখে বাধার মুখে পড়তে হয় তাঁকে। পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়িয়ে পড়েন লকেট।

বস্তুত, বিডিও অফিসে মনোনয়ন জমা নেওয়া চলছে। তার এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা রয়েছে। তাই কোনও গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। সোমবার বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে তা দেখতে যান বিজেপি সাংসদ। পুলিশ তাঁকে বাধা দেয় বলে দাবি করেন তিনি। এমনকী গাড়িও আটকায়।

এরপরই লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পান্ডুয়ার ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়কে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন তিনি। এমনই অভিযোগ।

সাংসদকে ঢুকতে না দেওয়ার কোন লিখিত পারমিশন আছে কি না দেখতে চান লকেট। বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক। পরে পুলিশ তাঁকে ঢুকতে দেন। এর আগে পোলবা বিডিও অফিসে গিয়েও মনোনয়ন পর্ব দেখেন লকেট চট্টোপাধ্যায়।

এ দিন, লকেট বলেন, “আমায় বিডিও ম্যাডাম বলছেন আপনি বাইরের নির্বাচনী এলাকা থেকে এসেছেন। আমি বললাম হুগলি আমারই নির্বাচনী এলাকা। লোকসভার একজনই সাংসদ। একজন সাংসদকে ঢুকতে দিচ্ছেন না?”

Next Article