Rachana Banerjee Hooghly Loksabha Election 2024: শুরুতেই খেল! ‘অভিজ্ঞ’ লকেটকে পিছনে ফেললেন রচনা
Rachana Banerjee Hooghly Loksabha Election 2024: রচনাকে দেখে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রচারে সেভাবে তাঁকে ঝড় তুলতে দেখা গিয়েছিল, নির্বাচনের দিন অবশ্য সেভাবে রচনাকে দাপিয়ে বেড়াতে দেখা যায়নি। সেক্ষেত্রে লকেট ছিলেন অনেক বেশি সক্রিয়। পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে বুথ পরিদর্শন, সবেতেই সক্রিয় ছিলেন লকেট। তবে ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী রচনা বলেছিলেন, শেষ হাসি হাসবেন তিনিই।

হুগলি: গণনার আধ ঘণ্টা হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রয়েছেন রচনা। রাজনীতির আঙিনায় একেবারেই আনকোড়া রচনা।
সেক্ষেত্রে তাঁর এক সময়ের সহকর্মী লকেট রাজনীতির ময়দানে অনেকটাই অভিজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদি নম্বর ওয়ান’কে প্রথম রাজনীতির ময়দানে নিয়ে আসেন। নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন রচনা। সে ধোঁয়া দেখে শিল্পের ধোঁয়া বলে রিলস বানিয়ে হোক কিংবা, দোকানে দাঁড়িয়ে ঘুগনি খাওয়া।
রচনাকে দেখে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রচারে সেভাবে তাঁকে ঝড় তুলতে দেখা গিয়েছিল, নির্বাচনের দিন অবশ্য সেভাবে রচনাকে দাপিয়ে বেড়াতে দেখা যায়নি। সেক্ষেত্রে লকেট ছিলেন অনেক বেশি সক্রিয়। পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে বুথ পরিদর্শন, সবেতেই সক্রিয় ছিলেন লকেট। তবে ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী রচনা বলেছিলেন, শেষ হাসি হাসবেন তিনিই। সবে ভোট গণনা শুরু হয়েছে। রেজাল্ট পরিবর্তিত হতে পারে সময় অনুযায়ী। এটি প্রাথমিক পর্যায়ের খবর।





