Rachana Banerjee: রচনার প্রচারে বাজল বারোটা! মঞ্চে ওঠার আগেই কাটল তাল

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2024 | 2:40 PM

Rachana Banerjee: বলাগড়ের গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র জিউ মঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে।বৃন্দাবন জিউয়ের রথ প্রায় তিনশো বছরের প্রাচীন। মঠে রাধাকৃষ্ণ, শ্রীরামের বিগ্রহ রয়েছে। সারা বছর ভক্তদের সমাগম হয়।

Rachana Banerjee: রচনার প্রচারে বাজল বারোটা! মঞ্চে ওঠার আগেই কাটল তাল
রচনার প্রচারে কাটল তাল!
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  ‘জিতে সাংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলব সেটা হল ভাঙনের কথা।’ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলাগড় ভাঙন। রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচার আসেন বলাগড়ে। তবে তাল কাটে তার আসার আগেই। সকাল ন’টায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছন বারোটার পর। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দু’চার কথা শুনিয়েও দেন। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে দেখা যায় কর্মীদের। বলাগড় নেতৃত্বের একাংশকে না জানিয়ে প্রার্থীর প্রচার কর্মসূচি তৈরি করা এবং হঠাৎ করে তার পরিবর্তন করা নিয়েও ক্ষোভ দেখান কর্মীরা।

বলাগড়ের গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র জিউ মঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে।বৃন্দাবন জিউয়ের রথ প্রায় তিনশো বছরের প্রাচীন। মঠে রাধাকৃষ্ণ, শ্রীরামের বিগ্রহ রয়েছে। সারা বছর ভক্তদের সমাগম হয়। রথযাত্রা আর দোলের সময় সবচেয়ে বেশি ভিড় হয়। সেই মঠে পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা। দেশ কালী মন্দিরেও পুজো দেন। জনসংযোগ করেন গুপ্তিপাড়ায়।

গোটা দিন বলাগড় বিধানসভা এলাকাতেই প্রচার কর্মসূচি করবেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী। গুপ্তিপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের বাধাগাছিতে একটি লজে কর্মিসভা রয়েছে তাঁর। দুপুরে সোমড়া ১ পঞ্চায়েতের বাঁকিপুরে একতা ভোজে যোগ দেবেন।সেখানেই বিকালে কর্মিসভার পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা বলেন, “হুগলির মানুষ যদি আমাকে ভোট দিয়ে জেতান তাহলে সংসদে প্রথম কথাই বলব বলাগড়ের ভাঙন নিয়ে। বলাগড়ের গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা।” তিনি আরও বলেন, “একটা বড় কাজ কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া হবে না। দিদি একা কত লড়াই করবে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তো দিদি লড়ছে।দিদির পক্ষে যতটা সম্ভব ততটা করেছে।তারপরও তো টাকার দরকার।কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখে তাহলে কি করে সম্ভব।” বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “পাঁচ বছরে এখানকার সাংসদকে দেখা যেত না,  এখন প্রচারের সময় দেখা যাচ্ছে।”

Next Article