তারকেশ্বর : তীব্র গরমে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হলেও দিনভর তাপমাত্রার পারদ ছিল অনেকটাই বেশি। আর সেই গরমেই বেঁকে যায় রেল লাইন। হুগলির তারকেশ্বরের কাছে লাইন বেঁকে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুরে। বেশ কিছুক্ষণ আটকে ছিল মেন লাইনের ট্রেন চলাচল। পরে লাইন মেরামত করার পর পরিষেবা স্বাভাবিক হয়। দীর্ঘক্ষণ লাইনে আটকেও ছিলেন যাত্রীরা।
আরামবাগ ও তারকেশ্বর স্টেশনের মাঝামাঝি জায়গা তালপুরের কাছে লাইন বেঁকে যায় কিছুটা। তা চোখে পড়ে রেলকর্মীদের। ট্রেন বন্ধ রেখে তড়িঘড়ি লাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। আরামবাগ স্টেশনে মাইকে ঘোষণা করা হয় যে অতিরিক্ত গরমের কারণে লাইন বেঁকে গিয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দেন রেল কর্মীরা।
প্রবল তাপমাত্রায় রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। কয়েকদিন আগে বাংলাদেশে এভাবেই রেল লাইন বেঁকে যাওয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। লাইনের পাতের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় ঝড়ের কারণে ট্রেন চলাচলে ফের বিঘ্ন ঘটে। আরামবাগ তারকেশ্বর শাখায় থমকে যায় ট্রেন চলাচল। ওভারহেড তার ঝুলে যাওয়ায় বিপত্তি ঘটে। বিকেল পাঁচটার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মায়াপুর ও আরামবাগে ট্রেন আটকে পড়ে। আরামবাগ ও মায়াপুরের মাঝে কাষ্ঠদহি এলাকায় ট্রেনের ওভারহেড তার ঝুলে রয়েছে।