7 / 8
হুগলি জেলা কৃষি উপ অধিকর্তা জয়ন্ত পাড়ুই জানান,সোমবার ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় এখনো দশ শতাংশ মত জমির ধান তোলা বাকি আছে। যে সব ধান নীচু জমিতে চাষ হয়েছিল অথবা একটু নাবি চাষ হয়েছিল সেই ধান এখনো ওঠেনি।কাল থেকে রোদ উঠলে ধানের ক্ষতি হয়ত সেভাবে হবে না।"