Recruitment Scam: রাখী সাবন্তের সঙ্গে নাচ! অভিনয়েও হাত পাকিয়েছেন ‘চাকরি চুরিতে’ অভিযুক্ত আরামবাগের ‘মহারাজ’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 18, 2023 | 12:54 PM

Recruitment Scam: এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি রয়েছে শাহিদ ইমামের। বছর কয়েক আগে হাওড়ার এক প্রাথমিক স্কুলে চাকরি পান তিনি।

Recruitment Scam: রাখী সাবন্তের সঙ্গে নাচ! অভিনয়েও হাত পাকিয়েছেন ‘চাকরি চুরিতে’ অভিযুক্ত  আরামবাগের মহারাজ
মিউজিক ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি

Follow Us

হুগলি : নিয়োগ দুর্নীতিতে বলিউড যোগ! চাকরি বিক্রির ‘এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগে যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে একাধিক মিউজিক ভিডিয়োয়। ‘মহারাজ’ নামেই তাঁকে চেনেন হুগলির (Hooghly) আরামবাগের বাসিন্দারা। আসল নাম শাহিদ ইমাম। রাখি সাবন্তের সঙ্গেও একটি মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন তিনি। পেশায় প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও টলিউড, বলিউড নিয়ে নাকি বিশেষ উৎসাহ ছিল তাঁর। বছর কয়েক ধরে মুম্বইতে যাতায়াতও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তদন্ত করতে গিয়ে এজেন্ট হিসেবে যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল শুক্রবার। তাঁদের জিজ্ঞাসাবাদের পর মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জনের মধ্যেই রয়েছেন আরামবাগের শাহিদ ইমাম। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি।

এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি রয়েছে শাহিদ ইমামের। বছর কয়েক আগে হাওড়ার এক প্রাথমিক স্কুলে চাকরি পান তিনি। শিক্ষকতার করার পাশাপাশি কিছুদিন অভিনয়ে তাঁর উৎসাহ ছিল। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই একাধিক মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন তিনি।

‘সোনা বন্ধু’ নামে এক মিউজিক ভিডিয়োয় টলি অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘সুইটি সুইটি’ , ‘খালি কা টেনশন’ নামে দুটি মিউজিক ভিডিয়ো রয়েছে তাঁর। তবে মিউজিক ভিডিয়োগুলিতে তাঁর আসল নাম ব্যবহার করেননি শাহিদ। শুভম নামে মিউজিক ভিডিয়োয় অংশ নিয়েছেন তিনি। বছর খানেক আগে ‘খালি কা টেনশন’ মিউজিক ভিডিয়োয় রাখী সাবন্তের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়ো প্রকাশের আগে সংবাদমাধ্যমের সামনে তিনি নিজেই জানিয়েছিলেন রাখী সাবন্তের সঙ্গে অভিনয় করার কথা। তিনি জানিয়েছিলেন, এক মাস ধরে মুম্বইতে থেকে ওই ভিডিয়োয় কাজ করেছিলেন তিনি।

প্রতিবেশীরা জানান, সম্প্রতি বেশির ভাগ সময়ই মুম্বইতে থাকতেন শাহিদ ইমাম। সেখানে তাঁর ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়। তবে তাঁর গ্রেফতারির খবরে অবাক হয়েছেন অনেকেই। পেশায় শিক্ষক, অভিনেতা ‘মহারাজে’র বিরুদ্ধে এমন অভিযোগের কথা জানা ছিল না অনেকেরই। একসময় হুগলি জেলা তৃণমূলের যুব সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

Next Article