Republic Day: ছবি নেতাজির, আর নাম তৃণমূল নেতার! এভাবেই সাড়ম্বরে সাধারণতন্ত্র দিবস উদযাপন

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2024 | 9:28 AM

Republic Day: রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়া হয়। সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

Republic Day: ছবি নেতাজির, আর নাম তৃণমূল নেতার! এভাবেই সাড়ম্বরে সাধারণতন্ত্র দিবস উদযাপন
নেতাজির ছবির নীচে তৃণমূল নেতার নাম!
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: নেতাজির ছবির নীচে তৃণমূল কাউন্সিলরের নাম! আর তা নিয়ে বিতর্ক।  বিরোধীদের কটাক্ষ, তৃণমূল আসলে নিজেদের নেতাজি মনে করেন। আর তৃনমূলের দাবি ছাপার ভুল! রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার ঘটনা।

২৬ জানুয়ারি গোটা দেশে সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে এই দিনটি। তবে এই দিনেও এমন একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে, যাকে ঘিরে শোরগোল। কোথাও সরকারি অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ ওঠে কোথাও এবার জাতীয় পতাকা উত্তোলনের সময়ে তৃণমূল নেতাদের নামেই স্লোগানা পাল্টা স্লোগান। কোথাও এবার নেতাজির ছবির নীচে লেখা তৃণমূল নেতার নাম।

রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়া হয়। সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির নীচে লেখা ‘কিশোর ঘোষ, পৌর সদস্য’। বিষয়টি চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। শুরু হয় রাজনৈতিক চর্চা। বিরোধী সিপিএম-এর অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। ওঁরা নিজেদেরকেই নেতাজি ভাবে তাই এমন কাজ করতে পারে।

যদিও তৃনমূল রিষড়া শহর সভাপতি পুরসভার কাউন্সিলর মনোজ সাউয়ের দাবি,  “ছাপার ভুল হয়েছে।” বিষয়টি সামলাতে তিনি আরও বলেন, “আমরা হোর্ডিং ছাপাতে দিলে প্রচারকের নাম তলায় লিখতে বলি। এক্ষেত্রেও তাই শুধু প্রচারকটা লেখা হয়নি।যখন দেখা গেল এমনটা হয়েছে, তখন ওই ছবি লাগানো ঠিক হয়নি।” যদিও যাঁকে নিয়ে এত শোরগোল তিনি আর এবিষয়ে কোনও কিছুই বলতে চাননি। প্রসঙ্গত, রায়গঞ্জে সরকারি অনুষ্ঠানে সকলকে মেয়াদ উত্তীর্ণ টিফিনের প্যাকেট দেওয়ার অভিযোগ ওঠে। আবার আসানসোলে জাতীয় পতাকা উত্তোলন ঘিরেই তৃণমূল বনাম তৃণমূলে ধুন্ধুমারকাণ্ড বেঁধে যায়।

Next Article