Justice For RG Kar: ‘চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমা বিচার পায়নি…’, দোকানে বোর্ড ঝুলিয়ে ক্রেতাদের মনে করাচ্ছেন জয়

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 13, 2024 | 5:21 PM

Hooghly: বলাগড়ের জিরাটের বাসিন্দা জয় ধর (৩৬)। অসম লিঙ্ক রোডের পাশে বারুইপাড়ায় রয়েছে তাঁর চায়ের দোকান। বি এ ফাইনাল ইয়ার পড়তে পড়তে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কয়েকদিন ঠিকাদারি, সেলসম্যানের কাজ করেন।

Justice For RG Kar: চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমা বিচার পায়নি..., দোকানে বোর্ড ঝুলিয়ে ক্রেতাদের মনে করাচ্ছেন জয়
চা বিক্রেতার প্রতিবাদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বলাগড়: ‘জাস্টিস ফর আরজি কর’ এই দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডাক্তার তো বটেই। একই সঙ্গে সরব হয়েছেন সাধারণ মানুষও। আর এবার চায়ের দোকানেও দেখা গেল অভিনব প্রতিবাদ। হুগলির বলাগড়ের এক চা বিক্রেতা নিজের চায়ের দোকানে আগত সকল ক্রেতাদের মনে করিয়ে দিলেন, “তিলোত্তমা বিচার পাননি কতদিন হল?”

বলাগড়ের জিরাটের বাসিন্দা জয় ধর (৩৬)। অসম লিঙ্ক রোডের পাশে বারুইপাড়ায় রয়েছে তাঁর চায়ের দোকান। বি এ ফাইনাল ইয়ার পড়তে পড়তে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কয়েকদিন ঠিকাদারি, সেলসম্যানের কাজ করেন। নিজের স্বাধীন কিছু করতে চায়ের দোকান খুলে বসেন। দোকানের নাম দেন জয়’দার চায়ের দোকান। প্রতিদিন বিকেল হলেই তাঁর সেই দোকানে ভিড় জমে অনেক মানুষের।

অসম লিঙ্ক রোড ধরে যাওয়া অনেক গাড়ির যাত্রীরা দাঁড়িয়ে চা খান। আর তাদেরই মনে করিয়ে দেন, এখনো বিচার হয়নি আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ঘটনার। জয়ের দোকানের ঠিক ডান দিকের দেওয়ালে একটি বোর্ড ঝোলানো রয়েছে। তাতে নীল কালিতে লেখা রয়েছে,”চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমার বিচার পায়নি।” আর সেই ছবিই এখন ভাইরাল।

দোকানের এক ক্রেতা জিৎ ঘোষ বলেন,”তিলোত্তমা বিচার পাইনি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। আমরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছি। তবে তার মধ্যে এটা দেখে ভাল লাগছে যে চায়ের ব্যবসা চালিয়েও প্রতিবাদের আওয়াজ তুলেছেন। বিচার আমাদের পেতেই হবে।”

জয় বলেন,”এখনো আরজি করে ধর্ষণ ও খুনের বিচার হয়নি। চায়ের দোকান সামলে সেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছি না। তাই এই অভিনব ভাবে প্রতিবাদ করছি। যাঁরা প্রতিবাদ করছেন তাদের পাশে আছি। তাঁদের সাহস জোগাচ্ছি। চলার পথে মানুষ যাতে ভুলতে না যায়। ধর্ষণের বিরুদ্ধে যেন এক কঠোর আইন তৈরি হয়। প্রতিটা বাড়ির মহিলারা যেন সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি।”

 

Next Article
Kalyan Banerjee: ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক কল্যাণ
Rachna Banerjee: ‘যার জন্য আপনারা আন্দোলন করছেন, আরও অনেক বাড়ির ভিতরে এই ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন’