হুগলি: আগামী তিনদিন ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি (BJP)। যদিও, মেলেনি কোনও পুলিশি অনুমতি। তাই এই কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও, বিজেপির দাবি তারা তাঁদের কর্মসূচি থেকে পিছু পা হবে না। নিদৃর্ষ্ট দিনেই হবে কর্মসূচি।
এদিন, সন্ধেয় ধর্না কর্মসূচি নিয়ে সিঙ্গুরের রতন পুর বড়া বাজার লোহা পট্টি সেবা সমিতি হলে দলীয় কর্মীদের নিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্য বিজেপির সাধরণ সম্পাদক সায়ান্তন বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতা-নেত্রী। যদিও এখনো পর্যন্ত জাতীয় সড়কের পাশে যেখানে ধর্না মঞ্চ তৈরি হওয়ার কথা ছিল সেখানে কোনও মঞ্চ তৈরি হয়নি।
আজ সায়ান্তন বসু বলেন, “পুলিশ অনুমতি না দিলেও ধর্না কর্মসূচি হবে। আগামীকাল সঠিক সময়ে এবং নিদিষ্ট স্থানেই আমরা অনুষ্ঠান করব। পুলিশ বাধা দিলে এস পি অফিসে হবে ধর্না। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন। লাগাতার এই ধর্না চলবে।
প্রসঙ্গত,আজ দেশজুড়ে দিব্য কাশী, ভব্য কাশী’-র কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের করিডোর উদ্বোধন করবেন। দিনটিকে স্মরণীয় রাখতে রাজ্যে-রাজ্যে আজ শিব সাধনা করছে বিজেপি। বাদ পড়েনি পশ্চিমবঙ্গও। সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে শিবের আরাধনা করেছে বিজেপি।
প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath Temple) সহ হাজার হাজার মন্দিরের জন্য যেমন একদিকে বিখ্যাত বারাণসী(Varanasi), তেমনই বিখ্যাত তাদের সরু গলির জন্যও। গঙ্গার ঘাট থেকে বিশ্বনাথ মন্দিরে আসার জন্য দর্শনার্থীদের যাতায়াত করতে হত ছোট্ট গলির মধ্যে দিয়েই, কিন্তু এবার থেকে ঝা চকচকে রাস্তায় যাতায়াত করবেন তারা। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র হাত ধরেই উদ্বোধন হয় কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor)। কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রীর স্বপ্নের এইপ্রকল্পের মাধ্যমে রূপ বদলে ফেলা হয়েছে বারাণসীর।
করিডর তৈরির আগে, কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা থেকে সরাসরি দেখা যেত না। ২০-২৫ ফুট চওড়া এই করিডরটি গঙ্গার ললিতা ঘাট (Lalita Ghat) থেকে মন্দির চককে সংযুক্ত করবে। পুণ্যার্থীরা গঙ্গাস্নান সেরেই সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গকে শ্রদ্ধা জানাতে পারবেন। নতুন করিডরে এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যাবে। এছাড়া, কাশী বিশ্বনাথ করিডরের আগে, ঘাট থেকে মন্দিরে যেতে একাধিক অলি-গলিই ভরসা ছিল। কিন্তু নতুন পরিকল্পনায় কাশী বিশ্বনাথ মন্দিরের বিশাল চত্বর সহ নিজস্ব একটি এলাকা থাকবে।