Seoraphuli Station: ‘মার..মার..’, ট্রেনের ভিতরে ধুমপান নিয়ে ঝামেলা, শেওড়াফুলি স্টেশনে পুণ্যার্থীদের সঙ্গে মারামারি নিত্যযাত্রীদের

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2024 | 11:32 AM

Seoraphuli Station: জানা গিয়েছে, তারকেশ্বর লোকাল শেওড়াফুলি স্টেশনে ঢোকার পরই শুরু হয় তুমুল গন্ডগোল। ট্রেনের কামরায় ধুমপান করার নিয়ে শুরু হয় ঝামেলা। অভিযোগ, শেওড়াফুলি স্টেশনে ট্রেন থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় জলযাত্রীদের।

Seoraphuli Station: মার..মার.., ট্রেনের ভিতরে ধুমপান নিয়ে ঝামেলা, শেওড়াফুলি স্টেশনে পুণ্যার্থীদের সঙ্গে মারামারি নিত্যযাত্রীদের
শেওড়াফুলি স্টেশনে মারপিট
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শেওড়াফুলি: দিনটা ছিল মঙ্গলবার। আর পাঁচটা দিনের থেকে একটু বেশিই ভিড় ছিল তারকেশ্বর লোকালে। অফিস থেকে নিত্যযাত্রীরা ফিরছিলেন ট্রেনে। সেই সময় আচমকা শুরু ঝামেলা। তা থেকে বচসা। আর সেই বচসা থেকে শুরু মারমারি। রেল সূত্রে খবর, গোটা ঘটনায় আটক হয়েছেন ছ’জন। ঘটনার পর থেকেই ভাইরাল সেই ভিডিয়ো।

কী ঘটেছে?

জানা গিয়েছে, তারকেশ্বর লোকাল শেওড়াফুলি স্টেশনে ঢোকার পরই শুরু হয় তুমুল গন্ডগোল। ট্রেনের কামরায় ধুমপান করার নিয়ে শুরু হয় ঝামেলা। অভিযোগ, শেওড়াফুলি স্টেশনে ট্রেন থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় জলযাত্রীদের। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা)। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাঠি হাতে মারতে উদ্যতও হয়েছেন এক নিত্যযাত্রী। সঙ্গে বলতে শোনা যাচ্ছে, ‘মার-মার- মেরে ফেল…’

হুগলির শেওড়াফুলি জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে হাওড়া ফিরছিল ট্রেনটি। সেই ট্রেনে উঠেছিল পুণ্যার্থীদের একটি দল। কালীঘাট থেকে এসেছিলেন তাঁরা। অভিযোগ, জল যাত্রীদের দলটি ট্রেনের ভিতরেই ধুমপান করছিলেন। এরপর তারকেশ্বর লোকাল রাত আটটা নাগাদ শেওড়াফুলি স্টেশনে ঢুকলে নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে মারামারি বেধে যায়। অভিযোগ, কামরা থেকে টেনে নামিয়ে পুণ্যার্থী চলে বেধড়ক মার। ঘটনায় শেওড়াফুলি জিআরপি এই ঘটনায় ছয়জনকে আটক করেছে।

Next Article