Serampore BJP Clash: বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি, শ্রীরামপুরে গেরুয়া শিবিরের ধরনা মঞ্চ খুলে দিল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 04, 2023 | 11:50 AM

Serampore Police-BJP Clash: আজ শ্ররামপুরে অবস্থান কর্মসূচি করার কথা সুকান্ত মজুমদারের। সেই কারণে বটতলা এলাকায় ধরনা মঞ্চ বানায় বিজেপি। এখানেই অবস্থান বিক্ষোভ করবেন বলে ঠিক করেন বিজেপি কর্মীরা।

Serampore BJP Clash: বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি, শ্রীরামপুরে গেরুয়া শিবিরের ধরনা মঞ্চ খুলে দিল পুলিশ
বিজেপির মঞ্চ খুলল পুলিশ (নিজস্ব চিত্র)

Follow Us

শ্রীরামপুর: হুগলির শ্রীরামপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবস্থান কর্মসূচি ঘিরে বাড়ছে জটিলতা। বটতলায় বিজেপি-র ধরনা মঞ্চ খুলে দেয় পুলিশ। যার জেরে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। সোমবারের পর মঙ্গলবারও উত্তপ্ত এলাকার পরিস্থিতি। গতকাল পুলিশ-বিজেপি কর্মীদের ধুন্ধুমারের পর আজও মঞ্চ বাঁধা নিয়ে জিইয়ে রইল এলাকায় অশান্তি।

এ দিন এক বিজেপি কর্মীকে পুলিশ আধিকারিক বলেন, “এখানে ধরনা মঞ্চ তৈরির করার অনুমতি নেই। যে এখানে আসবে সেই গ্রেফতার হবেন। এখানে মঞ্চ বাঁধা হলে জমায়েত হবে। এর জেরে আমাদের কাজ করতে অসুবিধা হবে।” আজ শ্ররামপুরে অবস্থান কর্মসূচি করার কথা সুকান্ত মজুমদারের। সেই কারণে বটতলা এলাকায় ধরনা মঞ্চ বানায় বিজেপি। এখানেই অবস্থান বিক্ষোভ করবেন বলে ঠিক করেন বিজেপি কর্মীরা। কিন্তু এই ধরনার জন্য পুলিশি কোনও অনুমতি নেই বলে দাবি পুলিশের। এরপরই আজ জোর করে ধরনা মঞ্চ খুলে দেয় পুলিশ। তারপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “এই রাজ্যে গণতন্ত্র নেই। সরকার বিজেপির আন্দোলনকে ভয় পাচ্ছে। সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। এখানে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। যার জন্য বিরোধীদের সভা করতে দেওয়া হচ্ছে না। এখানে বিরোধীদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না, তাদের বক্তব্য রোধ করা হচ্ছে। প্রতি ক্ষেত্রে কোর্টের অনুমতি নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। এরমানে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। স্বৈরতান্ত্রিক সরকার এখানে কাজ করছে।”

প্রসঙ্গত, সোমবার রিষড়ায় দিলীপ ঘোষের মিছিলে হামলা চালায় দুষ্কৃতীরা। এমনকী রিষড়া যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে দফায়-দফায় উত্তেজনা ছড়ায় কোন্নগরে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে। ব্যারিকেড ধরে টানাটানি চলে। পরে শ্রীরামপুর বটতলায় ধরনার হুঁশিয়ারি দেন সুকান্ত। সেই মতো এ দিন বটতলায় মঞ্চ তৈরি করে ধরনার প্রস্তুতি শুরু করেন বিজেপি কর্মীরা।

Next Article