Sreerampur: অনেকদিন ধরেই তক্কে-তক্কে ছিল পুলিশ, ডানকুনি থেকে ধরল ‘ওকে’

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2024 | 12:10 PM

Sreerampur: পুলিশ সূত্রে খবর, রাজ্য জুড়ে 'স্পেশাল ড্রাইভ' শুরু করেছে পুলিশ। চন্দননগর পুলিশও স্পেশাল রেড শুরু করে। এরপর বুধবার ডানকুনি থেকে এক 'ফেরিওয়ালাকে' অস্ত্র সহ গ্রেফতার করে। বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে কেলোকে গ্রেফতার করে।

Sreerampur: অনেকদিন ধরেই তক্কে-তক্কে ছিল পুলিশ, ডানকুনি থেকে ধরল ওকে
ডানকুনি থেকে গ্রেফতার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শ্রীরামপুর: সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়। তারপর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ি আরও তৎপর পুলিশ। আর এই সবের মধ্যেই শ্রীরামপুরে কুখ্য়াত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো অস্ত্র সহ গ্রেফতার।

পুলিশ সূত্রে খবর, রাজ্য জুড়ে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করেছে পুলিশ। চন্দননগর পুলিশও স্পেশাল রেড শুরু করে। এরপর বুধবার ডানকুনি থেকে এক ‘ফেরিওয়ালাকে’ অস্ত্র সহ গ্রেফতার করে। বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে কেলোকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে।

প্রসঙ্গত, কসবার ঘটনায় মিলেছে বিহারযোগ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনজন। তবে, গত মঙ্গলবার আগে রাজ্য থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় বারুইপুর পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযানে পুলিশি অভিযান হয়। অভিযান চলে হাওড়া কমিশনারেট এলাকাতেও। এছাড়া সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের তরফে বনগাঁয় অভিযান চালানো হয়। এছাড়া বিভিন্ন পুলিশ জেলা , কমিশনারেট এলাকায় অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে। সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য রাজ্য পুলিশ ডিরেক্টরেট থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে।।

Next Article