SIR: ভয়ঙ্করকাণ্ড! ফর্ম ফিলাপ করাতে গিয়ে এ কী করে ফেলেন BLO!
SIR In West Bengal: অভিযোগ, সকালে গণনা ফর্ম জমা নিতে যান BLO চন্দ্রিমা ঘোষ। ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সীমা মাকালের ছেলে জিৎ মাকাল তাঁর দাদার ফর্মে নামের বানান ভুল থাকায় কী করে সংশোধন করবেন তা জানতে চান BLO র কাছে। অভিযোগ, সেই সময় সহযোগিতা না করে উল্টে মেজাজ দেখান ওই BLO।

হুগলি: গণনা ফর্ম জমা নিতে গিয়ে মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলের ছেলের গায়ে হাত তোলার অভিযোগ উঠল BLO বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, প্রথম থেকেই বিজেপির হয়ে কাজ করছেন ওই BLO। দলীয়ভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে দাবি তৃণমূলের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কমিশনের নিয়ম অনুযায়ী কাজ করছেন বলে দাবি BLO-র। উল্টে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাটি ডানকুনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের ২১৮ নম্বর বুথের।
কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার নেই এবং ক্ষমতা দেখতে চাইনা বলে দাবি করেন BLO চন্দ্রিমা ঘোষ ,উল্টে তাকেই হেনস্থা করছে কাউন্সিলারের ছেলে অভিযোগ BLO চন্দ্রিমা ঘোষের।
অভিযোগ, সকালে গণনা ফর্ম জমা নিতে যান BLO চন্দ্রিমা ঘোষ। ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সীমা মাকালের ছেলে জিৎ মাকাল তাঁর দাদার ফর্মে নামের বানান ভুল থাকায় কী করে সংশোধন করবেন তা জানতে চান BLO র কাছে। অভিযোগ, সেই সময় সহযোগিতা না করে উল্টে মেজাজ দেখান ওই BLO। এমনকি শুক্রবার ফর্ম জমা না দিলে দিল্লিতে গিয়ে জমা দিতে হবে বলেও জানান BLO। কাউন্সিলরের ছেলের দাবি, সে সময়ে তিনি ফোনে BLO-র বক্তব্য রেকর্ডিং করতে গিয়েছিলেন। অভিযোগ, BLO ধাক্কা দিয়ে ফোনও ফেলে দেন ও তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ।
যদিও BLO চন্দ্রিমা ঘোষের দাবি, “এরকম কোন ঘটনাই ঘটেনি। কারোর গায়ে হাত তোলার ক্ষমতা আমার নেই। আর আমি সে ক্ষমতা দেখাতেও চাই না।” উল্টে তাঁর নামেই মিথ্যা রটনা করা হচ্ছে বলে অভিযোগ। কমিশনের নিয়ম মেনে কাজ করছেন বলেও জানান ও বিএলও।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা বলেন, “ওই BLO প্রথম থেকেই বিজেপির হয়ে কাজ করছেন। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আজ একটি ছেলেকে মারা হয়েছে, তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।”
পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের BLA-রাই ওই BLO-র সঙ্গে যোগাযোগ রাখেননি। তৃণমূল সবার ফর্ম ফিলাপ করে দিচ্ছে অথচ কাউন্সিলর তাঁর ছেলেরই ফর্ম ফিলাপ করেননি।
