রিষড়া: হাওড়ার (Howrah) পর কয়েকদিন আগে উত্তপ্ত হয়েছিল হুগলির (Hooghly) রিষড়া। যার জেরে গত দু’দিন আগে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি খতিয়ে দেখেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। মূলত বুধবার থেকেই স্বাভাবিক হতে শুরু করেছিল রিষড়া। এ দিন, অল্প কিছু দোকান-বাজার খুলছে। যদিও হাতে গোনা ক্রেতা বেরিয়েছেন বাজারে কেনাকাটা করতে।
আজ আবার হনুমান জয়ন্তী। তাই নতুন করে উত্তেজনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। পুরো পরিস্থিতি নজর রেখেছে পুলিশ। চার নম্বর রেলগেট এলাকায় র্যাফ এবং পুলিশের টহলদারি চলছে। রয়েছে পুলিশ পিকেট। এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। এক বিক্রেতা বলেন, “এখন তো পরিস্থিতি ঠিক ঠাক আছে। পুলিশ যতক্ষণ রয়েছে ততক্ষণ সব ঠিক আছে। পুলিশের অনুপস্থিতিতে কী হয় সেইটাই দেখার।” আরও এক বিক্রেতা বলেন, “বাজার খুলেছে। তবে লোকজন তেমন আসছে না। সমস্ত দোকান খুলেছে। এলাকায় পুলিশ রয়েছে। তবে ভয় পেয়ে তেমন কেউ আসছে না।”
উল্লেখ্য, আজ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যের তিনটি জায়গাতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকাতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে আদালতের নির্দেশ মেনে বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। বুধবার রাতে চুঁচুড়া, কামারহাটিতে রুটমার্চ করছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই নজর রাখছে রাজ্য পুলিশও।