পুরশুড়া: সোমবারই সন্দেহ প্রকাশ করেছিলেন উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা বাংলার ছেলে সৌভিক পাখিরা এবং জয়দেব প্রামাণিকের পরিবার। কেমন আছেন তাঁদের ছেলেরা। আদৌ খাওয়া-দাওয়া করছেন কি না তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছিল তাঁদের মনে। অবশেষে তাঁদের ভিডিয়ো দেখতে পেয়ে উচ্ছ্বসিত দুই পরিবার।
আজ পাইপলাইনে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সুড়ঙ্গের ভিতর হাত নাড়ছেন শ্রমিকরা। একে অপরের সঙ্গে কথা বলছেন। ভিডিয়ো উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী শেয়ার করেন এক্স হ্যান্ডেলে লেখেন, “আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি।”
সেই ভিডিয়োয় সৌভিক ও জয়দেবকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দুই পরিবারই। তাদের মুখে চোখে সেই আতঙ্ক আর নেই। ভরসা,আশা বেড়ে গিয়েছে। মনের জোর আরও বেড়ে গিয়েছে। এবার তাঁরা যেন বেশ খুশি। বেশ চনমনে। ছেলের সঙ্গে কথা হয়েছে। এমনটাই জানালেন উভয় পরিবারের বাবা ও মা। তবুও তাঁদের আবেদন,যত তাড়াতাড়ি সম্ভব ছেলে যেন বাড়ি ফিরে আসে। সৌভিকের মা বলেন, “গত নদিন ধরে তো শুধু শুকনো খাবার খাচ্ছিল। তবে গতকাল খিচুড়ি দেওয়া হয়েছে। আজ ওরা কথা বলেছে। ছেলে ভিডিয়োর সামনে এসে বলল মা ভাল আছি। হাত নেড়েছে।”