Tarakeswar: বাজারের তুলনায় ২ থেকে ২০ টাকা কমে মিলছে আনাজ! চালু ‘সুফল বাংলা স্টল’

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 15, 2024 | 2:21 PM

Tarakeswar: এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজ পত্র সহ মুদিখানা দ্রব্যও বাড়ি পযন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন।  তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় সোমবার।

Tarakeswar: বাজারের তুলনায় ২ থেকে ২০ টাকা কমে মিলছে আনাজ! চালু সুফল বাংলা স্টল
সুফল স্টল
Image Credit source: TV9 Bangla

Follow Us

 তারকেশ্বর:  বাজারের তুলনায় ২ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত  কম দামে মিলছে কাঁচা আনাজ থেকে মুদিখানা দ্রব্য। তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে চালু করা হল ‘সুফল বাংলা স্টল’। কাঁচা অনাজ-সহ হেঁসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন। এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল হুগলি জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসন।

এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজ পত্র সহ মুদিখানা দ্রব্যও বাড়ি পযন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন।  তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় সোমবার।

তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন, “এই প্রকল্পের ফলে চাষি ও ক্রেতাদের মাঝে ফড়ে-রাজ বন্ধ হবে। ‘সুফল বাংলা স্টলে’ চাষিরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন এবং সুফল বাংলা স্টল থেকে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে স্বল্প মূল্যে। পাশপাশি ভ্রাম্যমান গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কাঁচা আনাজ থেকে মুদিখানা দ্রব্যও।

এমনিতেই সবজির চড়া দামে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। এই অবস্থায় এহেন উদ্যোগে সত্যিই খুশি স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তি বললেন, “মধ্যবিত্তের অবস্থা তো এখন জানেন। সব সবজিতে হাতই দেওয়া যাচ্ছে না। পকেট ভর্তি টাকা নিয়ে যাই বাজারে, আর ব্যাগটা ভরে অর্ধেক।”

Next Article